ঢাকা বুধবার, ০১ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

অবসরের ঘোষণা দিলেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: নভেম্বর ১৩, ২০১৮, ০৭:৪৯ পিএম আপডেট: নভেম্বর ১৩, ২০১৮, ০৭:৫৪ পিএম
অবসরের ঘোষণা দিলেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার

অস্ট্রেলিয়ার পেসার জোহান হেস্টিংস অবশেষে আট বছর পর তার দৌড় থামালেন। মঙ্গলবার (১৩ নভেম্বর) সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন জোহান হেস্টিংস। ২০১৭ সালে টেস্ট ও ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিলেও আজ সব ধরনের ফরম্যাট থেকে নিজেকে গুঁটিয়ে নিয়েছেন বছর তেত্রিশের এই অলরাউন্ডার। 

দীর্ঘদিন ধরে তিনি এক অদ্ভুত শ্বাস কষ্টে ভুগছেন। বিভিন্ন চিকিৎসকের শরনাপন্ন হয়েও সমাধান করতে পারেননি। অবস্থা এতটাই সঙ্গিন যে, যখনই বল করার চেষ্টা করছেন তখনই গলা দিয়ে রক্ত বেরোচ্ছে তার।

অবসরের বিষয়ে বলেন, "আমি একটি কঠিন সময় অতিক্রম করছি। খুব চেষ্টা করছি নিজেকে সেরে ফের মাঠে ফিরতে। তবে মনে হচ্ছে আর সম্ভব নয়। তাই এমন সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি আরো বলেন, "আমি যখন বোলিং করি তখন ক্রিজের চাপ আমার ফুসফুসে ছোট রক্তবাহী পদার্থ বিস্ফোরিত হয়। আমি যখন নিয়মিতভাবে বোলিংয়ের চেষ্টা করছি তখন নিয়মিত রক্ত বের হয়। এটি সত্যিই একটি ভয়ঙ্কর বিষয়।’

অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছিল সেই ২০১০ সালে। ওয়ানডে দিয়ে অভিষেক ঘটার দুই বছর পর ডাক পেয়েছিলেন টেস্টেও। যদিও ২০১২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই অভিষেক টেস্টটাই এখন পর্যন্ত খেলা তার একমাত্র টেস্ট। সেই ম্যাচটিতে তিনি ব্যাট হাতে ৫২ রান পেয়েছেন এবং বল হাতে ১টি উইকেট শিকার করেছেন।এ ছাড়া অস্ট্রেলিয়ার হয়ে ২৯টি ওয়ানডে ও ৯টি টি-টোয়েন্টি ম্যাচেও মাঠে নেমেছেন তিনি।

তবে তাকে বিভিন্ন ফ্রাঞ্চাইজির হয়ে বেশি খেলতে দেখা গেছে। টি-টোয়েন্টি ক্রিকেটেই ধ্যান-জ্ঞান হেস্টিংসের। বিগব্যাশ ছাড়াও বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগ খেলে বেড়াচ্ছেন তিনি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন।

এ ছাড়া পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কোয়েট্টা গ্লাডিয়েটরসের হয়েও খেলেছেন এই অজি অলরাউন্ডার।

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ