ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ব্রাজিলের দল ঘোষণা, ব্যাপক পরিবর্তন


গো নিউজ২৪ | খেলা প্রতিবেদক: প্রকাশিত: নভেম্বর ১৩, ২০১৮, ১২:৩৯ পিএম আপডেট: নভেম্বর ১৩, ২০১৮, ১২:৪২ পিএম
ব্রাজিলের দল ঘোষণা, ব্যাপক পরিবর্তন

উরুগুয়ে ও ক্যামেরুনের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে ব্রাজিল। ঘোষিত স্কোয়াডে একাধিক পরিবর্তন দেখা গেছে। অবশ্য বাধ্য হয়েই স্কোয়াডে পরিবর্তন এনেছেন ব্রাজিল কোচ তিতে।

চোটের কারণে খেলতে পারছেন না বার্সেলোনার ফিলিপ কৌতিনহো আর রিয়াল মাদ্রিদের মার্সেলো ও কাসিমিরো। অ্যাঙ্কেলের চোটে কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন কাসিমিরো। তার জায়গায় তিতে ডেকেছেন বার্সেলোনা মিডফিল্ডার রাফিনহা আলকানতারাকে। সেই সঙ্গে প্রীতি ম্যাচের দলে ডাক পেয়েছেন বেইজিং গোয়ানের মিডফিল্ডার রেনাতো অগাস্টা আর জুভেন্টাসের ফুল ব্যাক অ্যালেক্স সান্দ্রো।

এদিকে মিডফিল্ডার কৌতিনহোর না থাকাটা অনুমিতই ছিল। বার্সা জানিয়েছে, হ্যামস্ট্রিংয়ের চোটে কমপক্ষে দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে এই অ্যাটাকিং মিডফিল্ডারকে। তবে তিতে আশা করেছিলেন, রিয়াল লেফট ব্যাক মার্সেলোকে পাওয়া যাবে। তিনি এখনও উরুর চোট কাটিয়ে উঠতে পারেনি।

ব্রাজিল ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছিল, মার্সেলোর জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবেন তিতে। কিন্তু ফিট না হওয়ায় চলতি সপ্তাহে সেল্টা ভিগোর বিপক্ষে ৪-২ গোলে জয় পাওয়া ম্যাচটিতেও রিয়ালের হয়ে খেলতে পারেননি এই ব্রাজিলিয়ান।

শুক্রবার আর্সেনারের এমিরাটস স্টেডিয়ামে উরুগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল। চারদিন পর মিলটন কায়েনেসে ক্যামেরুনের বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

ব্রাজিল দল:

গোলকিপার:
এলিসন (লিভারপুল), এডারসন (ম্যান সিটি), গ্যাব্রিয়েল ব্রাজাও (ক্রজেরিও)।

ডিফেন্ডার:
দেদে (ক্রজেরিও), মার্কুইনহোস (পিএসজি), মিরান্ডা (ইন্টার মিলান), পাবলো (বর্ডিয়াক্স), দানিলো (ম্যান সিটি), ফ্যাবিনহো (লিভারপুল), ফিলিপে লুইস (অ্যাথলেটিকো মাদ্রিদ), মার্সেলো (রিয়াল মাদ্রিদ) (সম্ভাব্য)।
 
মিডফিল্ডারস:
অ্যালেন (নাপোলি), আর্থার (বার্সেলোনা), পাওলিনহো (এভারগ্রান্ডে), ওয়ালেস (হ্যানোভার), রাফিনহা আলকানতারা (বার্সেলোনা), রেনাতো অগাস্টা (বেইজিং), অ্যালেক্স সান্দ্রো (জুভেন্টাস)।

ফরোয়ার্ড:
উইলিয়ান (চেলসি), ডগলাস কস্তা (জুভেন্টাস), রবের্তো ফিরমিনো (লিভারপুল), গ্যাব্রিয়েল জেসুস (ম্যান সিটি), নেইমার (পিএসজি), রিচার্লিসন (এভারটন)।
 
গোনিউজ২৪/এআরএম

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ