ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফিরেই মেসির জোড়া গোল, শেষ রক্ষা হয়নি বার্সার


গো নিউজ২৪ | খেলা প্রতিবেদক: প্রকাশিত: নভেম্বর ১২, ২০১৮, ০১:০২ পিএম আপডেট: নভেম্বর ১২, ২০১৮, ০১:০৩ পিএম
ফিরেই মেসির জোড়া গোল, শেষ রক্ষা হয়নি বার্সার

চোট কাটিয়ে মেসির ফেরার ম্যাচটা সুখের হলো না বার্সেলোনার। প্রথমার্ধেই দুই গোলে পিছিয়ে পড়া দলকে দ্বিতীয়ার্ধে পথ দেখিয়েছিলেন মেসি। কিন্তু উদ্দীপ্ত রিয়াল বেটিসের বিপক্ষে পেরে উঠল না বার্সেলোনা। ঘরের মাঠে হেরেই গেল এরনেস্তো ভালভেরদের দল।

কাম্প নউয়ে লা লিগার ম্যাচটি ৪-৩ গোলে জিতেছে রিয়াল বেটিস। চলতি লিগে বার্সেলোনার এটি দ্বিতীয় হার। এ ম্যাচ নিয়ে খুব একটা আগ্রহ থাকার কথা ছিল না। লা লিগায় ১৫তম অবস্থানের দল, তার ওপর বার্সেলোনার ঘরে এসে কখনোই ভালো খেলে না তারা। বরং আগ্রহ ছিল লিওনেল মেসিকে নিয়ে।

চোট কাটিয়ে অনেক দিন পর ফিরেছেন মেসি। প্রিয় প্রতিপক্ষকে সামনে পেয়ে মেসি কী করেন, আগ্রহ ছিলই। মেসি নেমেছেন, খেলেছেন পুরো ৯০ মিনিট, দুটি গোলও করেছেন। কিন্তু এতেও বার্সেলোনার সর্বনাশ এড়াতে পারেননি। বার্সেলোনাকে ৪-৩ গোলে হারিয়েছে রিয়াল বেটিস।

এল ক্লাসিকোতে রিয়ালকে ৫-১ গোলে উড়িয়ে দেওয়ার পরের হোম ম্যাচেই লিগে হেরে বসল বার্সেলোনা। ম্যাচের স্কোর ৩-২ অবস্থায় ইভান রাকিটিচ লাল কার্ড না দেখলে হয়তো ম্যাচে ফিরে আসতে পারত বার্সেলোনা। কিংবা ২-১ অবস্থাতেও মার্ক টের স্টেগেন হাস্যকরভাবে গোল না খেলেও এমন অবস্থায় হয়তো পড়তে হতো না।

২০তম মিনিটে কাম্প নউয়ে স্তব্ধ করে দিয়ে এগিয়ে যায় অতিথিরা। খানিক পর মুহূর্তের ব্যবধানে দুটি সুযোগ নষ্ট হয় বেটিসের। বেটিসের একের পর এক আক্রমণ রুখতে ব্যস্ত বার্সেলোনা ৩৪তম মিনিটে দ্বিতীয় গোল হজম করে।

ম্যাচে ফিরতে মরিয়া বার্সেলোনা দ্বিতীয়ার্ধের শুরু থেকে বারবার আক্রমণে উঠতে থাকে। কিন্তু ভালো কোনো সুযোগ তৈরি করতে পারছিল না শিরোপাধারীরা। উল্টো ৬৪তম মিনিটে ফের গোল খেতে বসেছিল তারা। তবে তেইয়োর শট দূরের পোস্ট ঘেঁষে চলে যায়।

অবশেষে ৬৮তম মিনিটে মেসির সফল স্পট কিকে ম্যাচে ফেরে বার্সেলোনা। বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢোকা জর্দি আলবা ফাউলের শিকার হলে পেনাল্টিটি পায় তারা। টের স্টেগেনের ভুলে স্বাগতিকদের সে স্বস্তি স্থায়ী হয়নি। ৭১তম মিনিটে লো সেলসোর জোরালো শট সোজা তার কাছে এলেও বল হাতে লেগে জালে জড়ায়।

দুই বদলি খেলায়াড় মুনির এল হাদ্দাদি ও আর্তুরো ভিদালের নৈপুণ্যে ৭৯তম মিনিটে আবারও ব্যবধান কমায় বার্সেলোনা। গোলটির উৎস মেসির দারুণ রক্ষণচেরা পাস। খানিক বাদে লো সেলসোকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ক্রোয়াট মিডফিল্ডার ইভান রাকিতিচ।

প্রতিপক্ষে এক জন কম থাকার সুযোগ দারুণভাবে কাজে লাগায় বেটিস। ৮৩তম মিনিটে বাঁ দিক থেকে ফিরপোর ছোট ডি-বক্সে বাড়ানো বল ঠিকানায় পাঠাতে ভুল করেননি কানালেস।

শেষের নাটকীয়তা তখনও ছিল কিছু বাকি। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ভিদালের পাস গোলমুখে পেয়ে জালে পাঠান মেসি। তাতে ব্যবধান কমলেও হার এড়াতে পারেনি বর্তমান চ্যাম্পিয়নরা।

গোনিউজ২৪/এআরএম

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ