ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

তবুও বাদ রোনালদো


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: নভেম্বর ৯, ২০১৮, ০৯:৪২ এএম
তবুও বাদ রোনালদো

সময়ের সেরা আরেক তারকা লিওনেল মেসির মতো লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন গোল ম্যাশিন খ্যাত ক্রিস্টিয়ানো রোনালদো। এবার উয়েফা নেশনস লিগে পর্তুগালের আসন্ন দুই ম্যাচের দলেও নেই পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা। দলে না থাকায় ভক্তদের প্রশ্ন কেনো এমন হচ্ছে সিআর সেভেন’কে নিয়ে? যার পায়ের তালুতে এখনো গোল পাচ্ছে নিজের ক্লাব।  তাহলে কি নিজ দেশের সাথে কোনো দ্বন্ধ রয়েছে তার?

হ্যাঁ পর্তুগালের কোচ ফের্নান্দো স্যান্টোস ইঙ্গিতপূর্ণ ভাব তাই বলছে। কোচের ভাষায়, ‘আমি রোনালদোকে নিয়ে একটাই কথা বলতে পারি। আশা করব, ও আরও ব্যালন ডি’অর জিতুক। ওর এই পুরস্কার প্রাপ্য এবং না পেলে অন্যায় হবে। ’ 

তার মন্তব্য শুনে মনে হচ্ছে, দেশের হয়ে খেলার জন্য খুব মুখিয়ে হয়তো নেই রোনালদো। তাই কোচের এমন ‘কটাক্ষ’। স্যান্টোস জানাননি, পরের ম্যাচগুলিতেও রোনালদোকে দেখা যাবে কি না। উল্টে বলে দিয়েছেন, ‘এটা শুধু রোনালদোকে নিয়ে ব্যাপার নয়। একটা দলের ব্যাপার। কাউকেই বাদ দেওয়া হচ্ছে না। এটা নিয়ে এত হইচইয়েরও কিছু নেই।’ 

জুলাইয়ে রিয়াল ছেড়ে ইউভেন্তুসে যোগ দেওয়া রোনালদো পর্তুগালের হয়ে এখন পর্যন্ত ১৫৪টি ম্যাচ খেলে করেছেন ৮৫ গোল। গুরুত্বপূর্ণ অবদান রাখেন ২০১৬ সালের ইউরো জয়ে।

আগামী ১৭ নভেম্বর স্বাগতিক ইতালির বিপক্ষে খেলবে পর্তুগাল। এর তিন দিন পর ঘরের মাঠে তারা পোল্যান্ডের মুখোমুখি হবে।

এই দুই ম্যাচের জন্য দুই ডিফেন্ডার জোসে ফন্তে ও রাফায়েল গেরেইরো এবং দুই মিডফিল্ডার আন্দ্রে গোমেস ও জোয়াও মারিওকে দলে ফিরিয়েছেন কোচ ফের্নান্দো সান্তোস।

উল্লেখ্য, রাশিয়া বিশ্বকাপে শেষ ষোলোয় উরুগুয়ের কাছে হেরে ছিটকে পড়ার পর থেকেই জাতীয় দলের বাইরে আছেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ