ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

অজি সফরে কোহলিদের পথের কাঁটা হতে পারেন স্মিথ-ওয়ার্নার


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: নভেম্বর ৮, ২০১৮, ০৬:৫৬ পিএম আপডেট: নভেম্বর ৮, ২০১৮, ১২:৫৬ পিএম
অজি সফরে কোহলিদের পথের কাঁটা হতে পারেন স্মিথ-ওয়ার্নার

দলের করুণ পরিনতি দেখে ভাবতে বসছে অস্ট্রেলিয়া। শক্ত খুঁটির অভাবে নড়বড়ে অস্ট্রেলিয়া দল ঘরে-বাইরে ক্রমাগত হারতে থাকায় চাপ বাড়ছে অজি বোর্ডের উপর। পরিত্রাণের খোঁজে তারা স্মরণাপন্ন হতে চলেছে নির্বাসিত দুই তারকা স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারের।

নিজেদের কঠোর মনেভাব থেকে ডিগবাজি খেয়ে স্মিথ-ওয়ার্নারের শাস্তির সিদ্ধান্ত পুনর্বিবেচনার কথা ভাবছে ক্রিকেট অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের দাবি মেনে নিয়ে প্রাক্তন অধিনায়ক ও সহঅধিনায়কের উপর থেকে নির্বাসন তুলে নিতে পারে অজি বোর্ড।

বোর্ডের উপর ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের চাপ এতটাই বেশি যে অবিলম্বে জাতীয় দলে ফেরানো হতে পারে বল-বিকৃতি কান্ডের কারণে নিষিদ্ধ হওয়া স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফ্টকে। এমনটাই ইঙ্গিত মিলেছে বোর্ড সিইও কেভিন রবার্টসের কথায়।

রবার্টসের কথায়, ‘নির্বাসিত তিন ক্রিকেটারের শাস্তি পুনর্বিবেচনা করার জন্য অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের যে আবেদন জানিয়েছিল বোর্ডে, তা বিবেচনা করে দেখার কথা ভাবছে ক্রিকেট অস্ট্রেলিয়া। যেহেতু বোর্ডকে উদ্দেশ্য করে আবেদনপত্র পাঠানো হয়েছে, তাই আমার পক্ষে এর থেকে বেশি কিছু বলা সম্ভব নয়। তবে বোর্ড এই আবেদনপত্রকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে।’

পরে তিনি আরও যোগ করেন, ‘এটা ঠিক যে, বোর্ড মাঠের লড়াইয়ে ক্রিকেটারদের একজোট করতে ব্যর্থ। এই অবস্থায় তিন ক্রিকেটারকে নিয়ে আমাদের নতুন করে ভাবা দরকার।’

সিইওর ইঙ্গিত মতো ক্রিকেট অস্ট্রেলিয়া যদি অবিলম্বে স্মিথদের উপর থেকে নির্বাসন তুলে নেয়, তবে আসন্ন ভারত-অস্ট্রেলিয়া দ্বিপাক্ষিক সিরিজ হঠাৎ করে বাড়তি মাত্রা পেয়ে যাবে। সেক্ষেত্রে কোহলিদের পথের কাঁটা হয়ে দাঁড়াতে পারেন স্মিথ-ওয়ার্নার।

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ