ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

উড়তে থাকা লিভারপুলকে ধসিয়ে দিল রেড স্টার


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: নভেম্বর ৭, ২০১৮, ০৯:৩৯ এএম
উড়তে থাকা লিভারপুলকে ধসিয়ে দিল রেড স্টার

সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে মঙ্গলবার রাতে ‘সি’ গ্রুপের ম্যাচটি ২-০ গোলে জিতেছে স্বাগতিক রেড স্টার। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ইতিহাসে সার্বিয়ার কোনো ক্লাবের এটাই প্রথম জয়।

গত মাসে ঘরের মাঠে দলটিকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছিল লিভারপুল। 

প্রথম তিন ম্যাচে দুটিতে জেতা লিভারপুলের প্রথমার্ধের পারফরম্যান্স ছিল হতাশাজনক। ২২তম মিনিটে রেড স্টারকে এগিয়ে নেন মিলান পাভকোভ। কর্নার থেকে উড়ে আসা বল অনেকটা লাফিয়ে হেডে জালে পাঠান তিনি।

এরপর ফের লিভার পুলের কফিনে শেষ ফেরেকটি মেরে দেন সেই সার্বিয়ার ফরোয়ার্ড পাভকোব। ডাচ মিডফিল্ডার জর্জিনিয়ো ভেইনালডামকে কাটিয়ে কিছুটা এগিয়ে প্রায় ২৫ গজ দূর থেকে বুলেট শটে নিজের দ্বিতীয় গালটি করেন পাভকোভ।

প্রথমার্ধ শেষ হয় ২-০ স্কোর লাইনে।

দ্বিতীয়র্ধারে ৫৫তম মিনিটে ভালো সুযোগ পায় লিভারপুল। তবে তা কাজে লাগাতে পারেনি। জেমস মিলনারের ক্রস আরেক জনের গায়ে লেগে ক্রসবারে লাগে।

৭১তম মিনিটে সালাহর একটি শট দারুণ এক ক্ষিপ্রতার সাথে ঠেকান গোলরক্ষক। ওই কর্নারেই গোলরক্ষক পাঞ্চ করার পর বল বুক দিয়ে নামিয়ে মিশরের এই ফরোয়ার্ডের নেওয়া শট বাধা পায় পোস্টে।

বিব্রতকর এক হারের হতাশা নিয়ে মাঠ ছাড়ে ইংলিশ প্রিমিয়ার লিগে এখনও অপরাজিত দলটি।

গ্রুপের অন্য ম্যাচে ঘরের মাঠে পিএসজির সঙ্গে ১-১ গোলে ড্র করা নাপোলি ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে। সমান ৬ পয়েন্ট নিয়ে মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে লিভারপুল।

৫ পয়েন্ট নিয়ে তিনে আছে ফরাসি চ্যাম্পিয়ন পিএসজি। ৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থাকা রেড স্টারও ভালোমতোই টিকে আছে নক আউট পর্বে ওঠার লড়াইয়ে।

গোনিউজ২৪/এএস

 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ