ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইন্টারের সঙ্গে ড্রয়ে সবার আগে শেষ ষোলোতে বার্সা


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: নভেম্বর ৭, ২০১৮, ০৯:২০ এএম আপডেট: নভেম্বর ৭, ২০১৮, ০৯:২১ এএম
ইন্টারের সঙ্গে ড্রয়ে সবার আগে শেষ ষোলোতে বার্সা

ক্যাম্প ন্যুতে প্রথম লেগে ইন্টার মিলানের বিপক্ষে জয় পেয়েছিল বার্সেলোনা। এবার ইন্টারের মাঠে জয় নিয়ে ফিরতে পারেনি ইউরোপের অন্যতম সেরা ক্লাবটি। তবে প্রতিপক্ষের মাঠ ১-১ গোলে ড্র নিয়ে ফিরলেও চ্যাম্পিয়নস লিগে সবার আগে নক আউটপর্ব নিশ্চিত করেছে এরনেস্তো ভালভেরদের দল।

সান সিরোয় মঙ্গলবার রাতে ‘বি’ গ্রুপের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। গত মাসে কাম্প ন্যুতে প্রথম লেগে ২-০ গোলে জিতেছিল বার্সেলোনা।

হাতের চোট কাটিয়ে মাঠে ফেরার অপেক্ষায় থাকা লিওনেলে মেসিকে দলে রেখে চমক দিয়েছিলেন ভালভেরদে। শেষ পর্যন্ত অবশ্য তাকে বেঞ্চেও রাখেননি কোচ।

দলের সেরা খেলোয়াড়কে ছাড়া দারুণ ছন্দে এগিয়ে চলা বার্সেলোনা দ্বিতীয় মিনিটে এগিয়ে যেতে পারতো। তবে উসমান দেম্বেলের দূরপাল্লার শট কর্নারের বিনিময়ে ঠেকান গোলরক্ষক। ১০ মিনিট পর ডি-বক্সে ঢুকেই লুইস সুয়ারেসের নেওয়া জোরালো শট ক্রসবার ঘেঁষে চলে যায়।

প্রথমার্ধে দুই দলের মধ্যে হয় হাড্ডাহাড্ডি লড়াই। তবে কেউ কারো রক্ষণ ভাঙতে পারেনি।

বিরতির পর গোল পেতে মরিয়া হয়ে ওঠা বার্সেলোনা বারবার রক্ষণ ভেঙে ভিতরে ঢুকে পড়তে থাকে। ৬০তম মিনিটে দারুণ একটি সুযোগও পায় তারা; কিন্তু গোলরক্ষক বরাবর শট নিয়ে বসেন ইভান রাকিতিচ।

৮১তম মিনিটে দেম্বেলেকে বসিয়ে মালকমকে নামান কোচ। কোচের আস্থার প্রতিদান দিতে মোটেও দেরি করেননি এই ফরোয়ার্ড।
প্রতিপক্ষের থেকে বল কেড়ে ডান দিকে বাড়ান ফিলিপে কৌতিনিয়ো। আর ডি-বক্সে ঢুকে এক ঝটকায় সামনের ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে বাঁ পায়ের নিচু শটে জাল খুঁজে নেন মালকম।

বার্সেলোনার এগিয়ে যাওয়ার আনন্দের স্থায়ীত্ব ছিল মোটে চার মিনিট। ৮৭তম মিনিটে মাতিয়াস ভেসিনোর শট প্রতিহত হওয়ার পর ফিরতি বল পেয়ে ডান পায়ের শটে মার্ক-আন্ড্রে টের স্টেগেনের দুপায়ের ফাঁক দিয়ে জাল খুঁজে নেন আর্জেন্টাইন ফরোয়ার্ড ইকার্দি।

চার ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। দ্বিতীয় স্থানে থাকা ইন্টার মিলানের পয়েন্ট ৭।

গ্রুপের আরেক ম্যাচে পিএসভির বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়ার পর হ্যারি কেইনের শেষ দিকের জোড়া গোলে নাটকীয় জয় পায় টটেনহ্যাম হটস্পার। ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ইংলিশ ক্লাবটি। পিএসভির পয়েন্ট ১।

গোনিউজ২৪/এএস

 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ