ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কোচের স্বপ্ন পূরণে লড়ছে বাংলাদেশ


গো নিউজ২৪ | স্পোর্টস রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ৬, ২০১৮, ০৯:৫৩ এএম আপডেট: নভেম্বর ৬, ২০১৮, ০৯:৫৪ এএম
কোচের স্বপ্ন পূরণে লড়ছে বাংলাদেশ

হিসাব বলছে, সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে জিততে হলে আরো ৩০৬ করতে হবে বাংলাদেশকে। এই রান তাড়া করে জিততে হলে রীতিমত ইতিহাসের পাতায় নাম লিখাতে হবে বাংলাদেশকে। কারণ এর আগে এত বড় রান চেজ করে জিতেনি স্বাগতিকরা। 

তবে টাইগারদের কোচ স্টিভ রোডসের কথা শুনে মনে হচ্ছে, পুরো দল আত্ববিশ্বাসী। তাদের জানা, সামনে যে লক্ষ্যটা আছে- তা আগে কখনো টপকানো সম্ভব হয়নি। এই ৩২১ রানের টার্গেট তাই নতুন চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ সাফল্যের সাথে মোকাবিলায় প্রস্তুত টিম বাংলাদেশ। এমনকি তার দল এখনো আস্থা হারায়নি।

স্টিভ রোডসের ধারণা, দুই ওপেনার ইমরুল কায়েস ও লিটন দাস এরই মধ্যে একটা ভীত গড়ে দিয়েছেন। তাই তার মুখে ওপেনারদের প্রশংসা, ‘আমি ইমরুল আর লিটনের ব্যাটিংয়ে বেশ সন্তুষ্ট। তারা পড়ন্ত বিকেলে একটা ভীত রচনা করেছে। আগামীকাল সে ভীত আরও মজবুত করতে হবে।’

খালি চোখে জিম্বাবুয়ে বেশ সুবিধাজনক অবস্থায়। বাংলাদেশ ব্যাকফুটে। কিন্তু কোচ স্টিভ রোডস বিশ্বাস করেন, এখান থেকেই ম্যাচ জেতা সম্ভব। কিভাবে?

খেলা শেষে সংবাদ সম্মেলনে কথা বলতে এসে নিজের ফর্মুলাও জানিয়ে দিয়েছেন বাংলাদেশ কোচ। তার অনুভব ও উপলব্ধি, প্রথম দুই দিন যাই ঘটুক, চালচিত্র যেমনই থাকুক না কেন- পাঁচটি ভাল ও সফল সেশনই পারে বাংলাদেশকে ম্যাচ জেতাতে। স্টিভ রোডসের স্থির বিশ্বাস আগামীকালকে তিন সেশনে ভাল খেলতে পারলে জয়ের মালা টাইগারদের গলায়ই পড়বে।

স্টিভ রোডসের মূল্যায়ন সোমবার শেষ দুটি সেশন ছিল বাংলাদেশের। তার কথা, ‘আমরা আজ টেস্ট জেতার সম্ভাব্য করনীয় স্থির করে ফেলেছি। বিশ্বাস করুন আর নাই করুন, পাঁচ সেশনেই এ টেস্ট জেতার সম্ভাব্য করণীয় চূড়ান্ত আমাদের। আজকের প্রথম সেশনটি ছিল সমান সমানে। আমার মনে হয় তৃতীয় দিনের শুরু ভাল হয়নি আমাদের। কিন্তু পরের দুই সেশন জিতেছি আমরা। আমরা লক্ষ্যের দিকে এগুচ্ছি। এখন আগামী কালকের তিন সেশন ভাল খেলা এবং জেতাই লক্ষ্য।’

বল তেমন ঘুরছে না। মাঝে মধ্যে একটু আধটু টার্ন নিচ্ছে। সেটাও বল পুরনো হবার পরে। এটাকে স্বস্তির কারণ মনে করছেন স্টিভ রোডস। তার ধারণা, ‘পিচে বল খুব একটা ঘুরছে না। পুরনো বল টার্ন করছে। এ উইকেটে খুব বেশী চিন্তায় না ডুবে খেললে অবশ্যই স্পিন আক্রমন সামলানো সম্ভব।’

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ