ঢাকা মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, ৭ চৈত্র ১৪২৯

টি-টোয়েন্টিতে ৭৮ বলে অপরাজিত ২০৮!


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: নভেম্বর ৪, ২০১৮, ০৪:৩৯ পিএম আপডেট: নভেম্বর ৪, ২০১৮, ১০:৩৯ এএম
টি-টোয়েন্টিতে ৭৮ বলে অপরাজিত ২০৮!

শিরোনাম দেখে চমকে উঠেছেন নিশ্চয়। যেখানে গত কয়েকদিন আগে অস্ট্রেলিয়ার মতো শিক্তিশালী দেশ পাকিস্তানের সাথে শতক করতে পারেনি। সেখানে আরব আমিরাতের এক তরুণ একাই হাঁকিয়েছে ডাবল শতক! তবে তার আগে এমন কাজ করেছিলেন এক আফগানিও।

গত বছর আফগানিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে দ্বি-শতক রানের ইনিংস খেলে চমকে দিয়েছিলেন শফিকউল্লাহ শফিক। এবার সেই একই কাজ করলেন ১৯ বছর বয়সী কে ভি হরিকৃষ্ণ। দুবাইয়ে অ্যালিয়ান্স টি-টোয়েন্টি লিগের এক ম্যাচে তাঁর স্কোর ৭৮ বলে অপরাজিত ২০৮*! 

মাচোস ক্রিকেট ক্লাবের বিপক্ষে স্পোটিং ক্রিকেট ক্লাবের পক্ষে এই অবিশ্বাস্য ইনিংসটি খেলেছেন হরিকৃষ্ণ। ১৯ বছর বয়সী এই কিশোরের ইনিংসে চারের মার ২২টি, আর ছক্কা ১৪টি। অর্থাৎ চার-ছক্কা থেকেই করেছেন ১৭২ রান!

আশ্চর্যের বিষয় এমন ইনিংসের পরও জিততে পারেনি হরিকৃষ্ণের দল। হরিকৃষ্ণ একাই ২০৮ করলেও তার দল স্পোটিং ক্রিকেট ক্লাবের স্কোর শেষ পর্যন্ত দাঁড়ায় ২৫০। বুঝাই যাচ্ছে, স্পোটিংয়ের অন্য ব্যাটসম্যানরা ঠিকভাবে দাঁড়াতেই পারেননি। পরে ব্যাট করতে নেমে ১৭ ওভারেই জয় নিশ্চিত করেছে প্রতিপক্ষ মাচোস ক্রিকেট ক্লাব।

বিধ্বংসী ইনিংসের পর হরিকৃষ্ণ জানিয়েছেন, আইপিএল এবং অন্যান্য বড় বড় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগগুলো খেলার স্বপ্ন দেখে আসছেন সেই ছোট্টটি থেকে। নিজেকে তৈরিও করছিলেন সেই ভাবে। তার মারকুটে ব্যাটসম্যান হতে সাহায্য করেছে এই ভাবনাটি।

সংযুক্ত আরব আমিরাতের অনূর্ধ্ব-১৯ দলের এই ব্যাটসম্যান বলেন, 'ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এবং অন্যান্য টুর্নামেন্টের ফ্র্যাঞ্চাইজি দলে খেলার স্বপ্ন দেখেছি ছোট থেকে। আর তাই দ্রুত রান তোলার অনুশীলনটা অনেক আগেই করছি। এরই মধ্যে আমি বেশ কিছু ঝড়ো ইনিংস খেলেছি।' এর আগে বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগে ৩৩ বলে সেঞ্চুরি করেছিলেন হরিকৃষ্ণ।

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর
আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডের দল ঘোষণা

আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডের দল ঘোষণা

ওয়ানডে বিশ্বকাপ জয়ের সম্ভাবনা পাকিস্তানেরঃআকরাম

ওয়ানডে বিশ্বকাপ জয়ের সম্ভাবনা পাকিস্তানেরঃআকরাম

আফিফকে ঢাকায় ফেরত

আফিফকে ঢাকায় ফেরত

সেঞ্চুরি হাতছাড়া করে লিটন যা বললেন!

সেঞ্চুরি হাতছাড়া করে লিটন যা বললেন!

টিভিতে আজকের খেলা (২১ মার্চ ২০২৩)

টিভিতে আজকের খেলা (২১ মার্চ ২০২৩)

বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরি এখন মুশফিকের

বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরি এখন মুশফিকের