ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপে এই ৩ জন ব্যর্থ হলে কে ধরবে হাল?


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: অক্টোবর ২৩, ২০১৮, ১২:০১ পিএম
বিশ্বকাপে এই ৩ জন ব্যর্থ হলে কে ধরবে হাল?

দলের যে ভাবনায় ঘুম আসেনা কোহলিরযদি কেউ ভেবে থাকেন, গুয়াহাটিতে প্রথম ওয়ানডে ম্যাচ হেলায় জিতে উৎসবে ভাসল ভারতীয় শিবির, ভুল ভেবেছেন। টিম বরং আত্ম বিশ্লেষণ চালাল যে, বিশ্বকাপের প্রস্তুতির দৌড় সফলভাবে শুরু হল ভাল কথা। কিন্তু চিন্তায় রাখা মিডল অর্ডারেরই তো পরীক্ষা হল না! 

ম্যাচ জিয়ের পর দল পরিচালনা সমিতি এখন সব চেয়ে বেশি করে তাকিয়ে রয়েছে মিডল অর্ডারের পরীক্ষার ফলের দিকে। 

প্রথম তিন ব্যাটসম্যানকে নিয়ে কারও মনে কোনও সংশয় নেই। রোহিত শর্মা, শিখর ধাওয়ান এবং বিরাট কোহালি। মনে করা হচ্ছে, এক দিনের ক্রিকেটে এই মুহূর্তে বিশ্বের সেরা প্রথম তিন ব্যাটসম্যান এক সঙ্গে পেয়ে গিয়েছে ভারত। অনেক ম্যাচই এই ত্রয়ী উতরে দেবেন। প্রশ্ন হচ্ছে, যে দিন এই ত্রয়ী ব্যর্থ হবেন সে দিন কী হবে? বার বার দেখা যাচ্ছে, ভারতের ব্যাটিংয়ে মিডল অর্ডারেই যত সমস্যা। চার নম্বরে কে বিশ্বকাপের টিকিট অর্জন করবেন? 

অধিনায়ক কোহালি মনে করছেন, অম্বাতি রায়ডু এই জায়গাটার জন্য বাকিদের চেয়ে এগিয়ে। নিশ্চিত থাকা যায়, সাংবাদিকদের সামনে এসে কোহালি এমন বলেছেন রায়ডুকে বাড়তি বিশ্বাস দেওয়ার জন্য। অবাক হওয়ার থাকবে না যদি দেখা যায়, অধিনায়কের নিজের মনেও সংশয় পুরোপুরি কাটেনি। কারও কারও মতে, রায়ডুই চার নম্বরে সেরা পছন্দ কি না, তার আসল পরীক্ষা হবে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে। নতুন বছরে এই দুই দেশে মোট আটটি ওয়ানডে খেলবে ভারতীয় দল। সেখানেই ঠিক হয়ে যাবে রায়ডু আগামী বছর ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপের দলে জায়গা পাওয়ার যোগ্য কি না। বিশ্বকাপ খেলার সময় রায়ডুর বয়স হবে ৩৪ এবং মোটেও সেটা তার পক্ষে যাচ্ছে না। 

কোহালি, রবি শাস্ত্রীদের জন্য ঘোর উদ্বেগ তৈরি হবে যদি বিদেশে গিয়ে ব্যর্থ হন রায়ডু। প্রাক্তন অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন মতে, 
‘দেশের মাটিতে ও খেলে দিচ্ছে ঠিক আছে। কিন্তু বিদেশে বল সুইং, সিম করবে। বাউন্স বেশি করবে। সেখানে ওর টেকনিক কাজে আসবে কি না, দেখতে হবে।’ 

এশিয়া কাপে কোহালির অনুপস্থিতিতে তিন নম্বরে ব্যাট করে ছয় ইনিংসে ১৭৫ রান করেছিলেন। সেটা দেখে নির্বাচকেরা প্রভাবিত হলেও যতক্ষণ না তিনি অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডে রান করে দেখাচ্ছেন, চার নম্বর নিয়ে জল্পনা চলবেই। 

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ