ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ওজিল-আউবামেয়াংয়ের নৈপুণ্যে আর্সেনালের টানা দশম জয়


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: অক্টোবর ২৩, ২০১৮, ১০:৩৬ এএম
ওজিল-আউবামেয়াংয়ের নৈপুণ্যে আর্সেনালের টানা দশম জয়

এমিরেটস স্টেডিয়ামে নিজেদের ঘরের মাঠে শুরুতেই পিছিয়ে পড়ে আর্সেনাল। পরে মেসুত ওজিল ও আউবামেয়াংয়ের নৈপূণ্যে জয় পায় স্বাগতিকরা। 

সোমবার রাতে লিগের ম্যাচটি লেস্টার সিটিকে ৩-১ গোলে হারিয়েছে আর্সেনাল। সব প্রতিযোগিতা মিলিয়ে তাদের এটা টানা দশম জয়। এর আগে সবশেষ ২০০৭ সালে টানা ১০ ম্যাচ জিতেছিল দলটি।   

তবে এদিন ঘরের মাঠে প্রথম গোলটা হজম করে উনাই এমেরির শিষ্যরাই। ম্যাচের ৩১তম মিনিটে দুর্ভাগ্যজনকভাবে গোল খেয়ে বসে আর্সেনাল। বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢোকা লেস্টারের ইংলিশ ফুটবলার বেন চিলওয়েলের শট স্প্যানিশ ডিফেন্ডার এক্তর বেইয়েরিনের পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়।

এরপর গুরে দাঁড়াতে মরিয়া আর্সেনাল।  বিরতির আগে ওজিলের দারুণ নৈপুণ্যে সমতায় ফেরে স্বাগতিকরা। মাঝমাঠ থেকে বল পায়ে অনেকখানি ছুটে ডান দিকে বেইয়েরিনকে পাস দিয়ে ডি-বক্সে ঢুকে পড়েন জার্মান মিডফিল্ডার। ফিরতি বল পেয়ে প্রথম ছোঁয়ায় তার কোনাকুনি শট পোস্টে লেগে জাল খুঁজে নেয়।

দ্বিতীয়ার্ধের দশম মিনিটে নাইজেরিয়ার মিডফিল্ডার উইলফ্রেডের হেড ক্রসবারের লাগলে বেঁচে যায় আর্সেনাল। কিছুক্ষণ পর তিন মিনিটের ব্যবধানে আউবামেয়াংয়ের জোড়া গোলে ম্যাচ নিয়ন্ত্রণে নিয়ে দলটি। দুটি গোলেই অবদান রাখেন ওজিল।

৬৩তম মিনিটে এই জার্মান মিডফিল্ডারের পাস ধরে ছোট ডি-বক্সে বাড়ান বেইয়েরিন। ফাঁকায় বল পেয়ে নিখুঁত শটে গোলরক্ষককে পরাস্ত করতে ভুল করেননি দুই মিনিট আগেই বদলি নামা আউবামেয়াং। 

৬৬তম মিনিটে দারুণ গোছানো এক আক্রমণে ডি-বক্সে বল পেয়ে গোলরক্ষককে ফাঁকি দিয়ে বাঁয়ে ছোট করে বাড়ান ওজিল। অনায়াসে ব্যবধান বাড়ান গ্যাবনের স্ট্রাইকার।

নয় ম্যাচে সাত জয়ে ২১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠেছে আর্সেনাল। ২৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেষ্টার সিটি। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে লিভারপুল।

চেলসি ও টটেনহ্যাম হটস্পারের পয়েন্টও আর্সেনালের সমান ২১। গোল ব্যবধানে এগিয়ে তৃতীয় স্থানে আছে স্ট্যামফোর্ড ব্রিজের দল। টটেনহ্যামের অবস্থান পঞ্চম।১৪ পয়েন্ট নিয়ে দশম স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড।

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ