ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

১১ বছর পর, ১১ জনের দলে নেই ওরা ২ জন


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: অক্টোবর ২১, ২০১৮, ১০:৪৮ এএম আপডেট: অক্টোবর ২১, ২০১৮, ১০:৫২ এএম
১১ বছর পর, ১১ জনের দলে নেই ওরা ২ জন

জিম্বাবুয়ের বিপক্ষে রোববার (২১ অক্টোবর) দুপুর ২:৩০ মিনিটে মাঠে নামছে স্বাগতিক বাংলাদেশ। এমন দিনে দলে নেই দুই স্তম্ভ ড্যাশিং ওপেনার তামিম ইকবাল ও অলরাউন্ডার সাকিব আল হাসান। ইনজুরির কবলে পড়ে মাঠের বাইরে তারা। তাদের ছাড়া খেলতে নামবে টাইগাররা। আর তাতে দীর্ঘ ১১ বছর পর ১১ জনের দলে যৌথভাবে নেই সাকিব-তামিম। 

২০০৬ সালের আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক হয় সাকিব আল হাসানের। পরের বছরের ফেব্রুয়ারিতে তামিমেরও এই সংস্করণে অভিষেক ঘটেছিল একই দলের বিপক্ষে। এরপর থেকেই বাংলাদেশ দলের পথচলার এ দুজন বিশ্বস্ত সঙ্গী। 

সাকিব-তামিম

ক্যারিয়ারের শুরু থেকে হয়ত কোনো কারণে দু’জনের একজন কোনো ম্যাচ বা সিরিজ খেলতে পারেননি। তবে ক্যারিয়ারের দীর্ঘ ১১ বছর পর এক সাথে সিরিজ থেকে ছিটকে গেলেন সাকিব-তামিম। আর ছিকটে যাওয়ার পর থেকে প্রশ্ন বাংলার অন্যতম ব্যাটিং ভরসা তামিম এবং অলরাউন্ডার সাকিব ছাড়া কেমন খেলবে বাংলাদেশ? 

এমন প্রশ্ন মনের মধ্যে ঘুরপাক খাওয়ার যথেষ্ট কারনও রয়েছে। কারণ তাদের অনুপস্থিতিতে বিশেষ করে ব্যাটিং অর্ডারে ভুগতে হয় দলকে। আগে যেমন হয়েছে, এখনো তার ব্যত্যয় হয়নি।

তাহলে জিম্বাবুয়ের বিপক্ষে তাদের অভাব কী অনুভব করবে মাশরাফিরা? সংবাদ সম্মেলনে এসেও এই প্রশ্নের মুখোমুখি হতে হলো অধিনায়ককে। ভাবিকভাবেই ব্যাপারটা দেখছেন তিনি। বললেন, 'সাকিব আর তামিম থাকবে না, এটা আগে থেকেই সবাই জানে। তাই দলের সবাই সেভাবেই প্রস্তুতিটা নিয়েছে।'

তবে সম্প্রতি এশিয়া কাপে সাকিব আল হাসান ও তামিম ইকবালকে ছাড়াই পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। সেটা হতে পারে দলের জন্য অনুপ্রেরণা। তাছাড়া প্রস্তুতি ম্যাচেও দুর্দান্ত খেলেছে বিসিবি একাদশ।

গোনিউজ২৪/এএস
 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ