ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১

গোল না করে ইতিহাসের পাতায় রিয়াল 


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: অক্টোবর ২১, ২০১৮, ০৯:৫৬ এএম
গোল না করে ইতিহাসের পাতায় রিয়াল 

টানা ৪৮১ মিনিট গোল না করে ইতিহাসে রিয়াল মাদ্রিদ। লেভান্তের বিপক্ষে মার্সেলোর গোলের আগে ক্লাবের ১১৬ বছরের ইতিহাসে দীর্ঘতম গোলখরার নিদর্শন রাখলেন লোপেতেগুইয়ের ছেলেরা। 

গত ২৩ সেপ্টেম্বর এস্প্যানিয়লের বিরুদ্ধে শেষবার জালে বল জড়িয়েছিলেন মার্কো আসেনসিও। এরপর থেকে বিভিন্ন প্রতিযোগীতামূলক টুর্নামেন্ট মিলিয়ে স্প্যানিশ জায়ান্টদের গোলখরা চলছিলই।

১৯৮৪-৮৫ মৌসুমে টানা ৪৬৪ মিনিট গোল না করে নজির গড়েছিল রিয়াল। লেভান্তের বিরুদ্ধে ৫৫ মিনিট অবধি গোলশূন্য থেকে ক্লাবের সেই রেকর্ড ভেঙে এদিন নতুন রেকর্ড গড়লেন রিয়ালের ফুটবলারেরা। এরপর ম্যাচের ৭২ মিনিটে দীর্ঘ ৪৮১ মিনিটের গোলখরা কাটিয়ে দলকে গোল এনে দেন মার্সেলো ভিয়েরা।

তবে ভিয়েরার গোলে গোলখরা মিটলেও জয়ে ফেরা হল না রিয়ালের। লা লিগায় শেষ চার ম্যাচে একটি ড্র সহ এদিন তৃতীয় হারের মুখ দেখল রিয়াল মাদ্রিদ। আর এই হারের ফলে লিগ টেবিলে কার্যত কোণঠাসা হয়ে পড়লেন রামোসরা।

ঘরের মাঠে লেভান্তের বিরুদ্ধে এদিন ৬ মিনিটেই পিছিয়ে পড়ে স্প্যানিশ জায়ান্টরা। পিছিয়ে পড়ে ম্যাচে ফিরে আসার বদলে বিপক্ষকে পেনাল্টি উপহার দেয় মাদ্রিদ। 

পেনাল্টি থেকে গোল হজম করে দু’গোলে পিছিয়ে পড়ে তারা। তবে প্রথমার্ধেই লস ব্ল্যাঙ্কোস’দের গোলখরা মিটতে পারত যদি না ভিএআর, পোস্ট কিংবা বিপক্ষ গোলরক্ষক বাধা হয়ে দাঁড়াত।

দ্বিতীয়ার্ধে গোলখরা মিটিয়ে ম্যাচে ফিরে আসার আপ্রাণ চেষ্টা করেন রিয়াল ফুটবলারেরা। ৭২তম মিনিটে মার্সেলো দলের হয়ে কাঙ্খিত গোল এনে দিলেও ম্যাচ ড্র বা জয়ের জন্য তা যথেষ্ট ছিল না। 

বাকি সময় চেষ্টা করেও আর ম্যাচে ফিরতে পারেনি রিয়াল। তাই শেষ অবধি চলতি লা লিগায় তৃতীয় হারের স্বাদ নিয়েই মাঠ ছাড়তে হয় রিয়ালকে। হারের ফলে ৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে পঞ্চমস্থানে রিয়াল।

গোনিউজ২৪/এএস
 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ