ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রিয়াল নয়, বার্সায় যাচ্ছেন নেইমার!


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: অক্টোবর ১৮, ২০১৮, ০৭:০৮ পিএম
রিয়াল নয়, বার্সায় যাচ্ছেন নেইমার!

ট্রান্সফারের বিশ্ব রেকর্ড গড়ে প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) যাওয়ার পর থেকেই গুঞ্জনটা ভাসছে। পিএসজিতে খুব একটা সুখে নেই নেইমার। ফুটবলপ্রেমীরা কম বেশি সবাই এ খবর জানেন। তাই বার্সেলোনায় ফিরতে চান এই ব্রাজিলিয়ান স্ট্রইকার। আবার মাঝে নেইমারকে দলে ভেড়ানোর চেষ্টা করেছে রিয়াল মাদ্রিদ। কিন্তু মাদ্রিদের ক্লাবটি সুবিধা করে উঠতে পারেনি। এবার স্প্যানিশ গণমাধ্যম মুন্ডো দিপার্তিভো জানিয়েছে ২০২০ মৌসুমে তাকে ২০০ মিলিয়ন ইউরোর চেয়ে কম খরচে কিনতে পারবে যে কোনো ক্লাব।

কিন্তু পিএসজি ছাড়লে নেইমার নিজে যোগ দিতে চান কোন ক্লাবে? স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এল মুন্দো দেপোর্তিভো’র মতে, নেইমার আসলে ফিরতে চান বার্সেলোনায়। কাতালান ক্লাবটি ছাড়ার পর থেকেই নাকি অনুশোচনায় কুড়ে কুড়ে খাচ্ছে নেইমারকে। বেশ কয়েকবার নাকি তিনি ফেরার আর্তি জানিয়েছেন বার্সার কাছে। সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, বার্সায় ফেরার অনুরোধ জানিয়ে গত মৌসুমে নেইমার ক্লাবটির এক কর্মকর্তার সামনে প্রায় কেঁদেই ফেলেছিলেন।

‘ক্যাডেনা সার’ জানিয়েছে, পিএসজি ছাড়লে রিয়াল ও বার্সার মধ্যে নেইমার কাতালান ক্লাবটিকেই বেছে নেবেন। বার্সায় চার মৌসুম থেকে দুটি লিগ জয় ছাড়াও চ্যাম্পিয়নস লিগ জিতেছেন নেইমার। ক্লাবটির খেলোয়াড়দের সঙ্গেও তাঁর সম্পর্ক বেশ ভালো। তবে রিয়ালও নেইমারের পেছনে ছুটবে বলে মনে করছে সংবাদমাধ্যম। নেইমারকে নিয়ে টানাটানির এই নাটক কবে শেষ হয় এখন সেটাই দেখার বিষয়।

তবে নেইমারের পিএসজি ছাড়ার পেছনে আরো যথেষ্ট কারণ রযেছে। রেকর্ড দামে পিএসজিতে গলেও সম্মানের দিক এখন কিছুটা ব্যাপুটে। কারণ তার দলে হালের নতুন তারকা কিলিয়ান এমবাপে। যার ছায়ায় কিছুটা আড়ালে নেইমার।

রাশিয়া বিশ্বকাপে সেরা উদীয়মান তারকার খেতাব জয়ী এমবাপেই প্রচার পাচ্ছেন নেইমারের চেয়ে বেশি। যেটা স্বাভাবিকভাবেই দুশ্চিন্তায় ফেলে দিয়েছে এ ব্রাজিলিয়ানের। এ গতিময় তারকাকে নিয়ে বর্তমান বাজারও সরব। গত সপ্তাহেই টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে জায়গা করে নিয়েছেন এমবাপে। এমন সম্মান কখনোই মেলেনি নেইমারের।

অথচ মেসির ছায়া থেকে মুক্তি পেতেই বার্সা ত্যাগ করেছিলেন তিনি। পিএসজিতে গিয়েও একই অবস্থা। তার চেয়ে বেশি প্রচার পাচ্ছেন এমবাপে। তাই ১৯ বছর এ তরুণের চেয়ে মেসির ছায়া হয়ে থাকাই পছন্দ করছেন নেইমার। গত মাসেই বার্সেলোনায় ফেরার ইঙ্গিত দিয়েছিলেন নেইমার। তবে সেবার ক্লাব থেকে ইতিবাচক সাড়া না পেলেও এবার পাচ্ছেন।

এবার সেই মেসির উপরই নির্ভর করছে নেইমারের ফেরা। পত্রিকাটির মতে, এর মধ্যেই বার্সেলোনা ড্রেসিং রুমে প্রধান খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করেছেন ক্লাব সভাপতি জোসেপ মারিয়া বার্তেমেউ। মূলত মেসির উপরই নির্ভর করছে নেইমারের ফেরা। মুন্ডোর মতে এ ব্রাজিলিয়ানের ব্যাপারে বেশ ইতিবাচক মেসি। তাই খুব শিগগিরই হয়তো নেইমারকে আবার দেখা যেতে পারে বার্সেলোনায়।

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ