ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পৃথ্বীর মাঝে লারার মতো ৩ কিংবদন্তিকে খুঁজে পান শাস্ত্রী


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: অক্টোবর ১৫, ২০১৮, ০৬:৪৪ পিএম আপডেট: অক্টোবর ১৫, ২০১৮, ১২:৪৪ পিএম
পৃথ্বীর মাঝে লারার মতো ৩ কিংবদন্তিকে খুঁজে পান শাস্ত্রী

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারত যে ২-০ ফলে টেস্ট সিরিজ জিতবে, সে বিষয়ে কারোরই বোধ হয় সন্দেহ ছিল না। আগ্রহের বিষয় ছিল, তরুণ পৃথ্বী শ তার অভিষেক টেস্ট সিরিজে কী রকম খেলেন। তা, দুই টেস্ট শেষে পৃথ্বীর পরিসংখ্যান এ রকম: একটি শতরান-সহ মোট ২৩৭ রান, গড় ১১৮.৫০। স্বাভাবিকভাবেই তিনিই সিরিজের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। পাশাপাশি আরো ‘পুরস্কার’ থাকছে এই তরুণ ব্যাটসম্যানের জন্য— প্রাক্তন ক্রিকেটারদের কাছ থেকে পাওয়া উচ্ছ্বসিত প্রশংসা। তবে ভারতীয় কোচ রবি শাস্ত্রীর কাছ থেকে যে প্রশংসাপত্র রোববার পেলেন এই তরুণ ব্যাটসম্যান, তা সব কিছুকেই ছাপিয়ে গিয়েছে। বিশ্ব ক্রিকেটের তিন কিংবদন্তির ছায়া তরুণ পৃথ্বীর মধ্যে দেখতে পাচ্ছেন শাস্ত্রী।

কারা এই তিন কিংবদন্তি ক্রিকেটার? শাস্ত্রীর কথায়, এই তিন জন হলেন, সচিন টেন্ডুলকার, বীরেন্দ্র শেবাগ এবং ব্রায়ান লারা। 

ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় টেস্টেও তিনদিনের মধ্যে উড়িয়ে দিয়ে সম্প্রচারকারী চ্যানেলে রবি শাস্ত্রী বলেন, ‘‘পৃথ্বীর ব্যাটিং দশর্কদের কাছে বিনোদনের একটা বড় মাধ্যম। পৃথ্বী যখন ব্যাট করে, তখন ওর মধ্যে একটু শচিন, একটু শেবাগের ছায়া দেখা যায়। আবার ও যখন হাঁটে, তখন পৃথ্বীর মধ্যে ব্রায়ান লারার একটা আদল চোখে পড়ে।’’

তিন কিংবদন্তির সঙ্গে তুলনা করার পাশাপাশি পৃথ্বী সম্পর্কে শাস্ত্রী আরও বলেন, ‘‘পৃথ্বীর জন্মই হয়েছে ক্রিকেট খেলার জন্য। সেই আটবছর বয়স থেকে ক্রিকেট খেলা শুরু করেছে ও। তার মানে মুম্বাইয়ের ময়দানে এক দশক খেলা হয়ে গিয়েছে পৃথ্বীর। ওর ব্যাটিং দেখলেই বোঝা যায়, দর্শকরা কতটা আনন্দ পায় পৃথ্বীর খেলা দেখে।’’ তবে পৃথ্বীর উদ্দেশে সতর্কবার্তাও রয়েছে শাস্ত্রীর। তিনি বলেছেন, ‘‘পৃথ্বীর মাথা যদি ঘুরে না যায়, আর পরিশ্রমের সঙ্গে কোনও সমঝোতা না করে, তা হলে ওর ভবিষ্যৎ উজ্জ্বল।’’ 

পৃথ্বী এর মধ্যে আবার ক্রিকেট ইতিহাসেও জায়গা করে নিলেন। তিনি হলেন কনিষ্ঠতম ভারতীয় ক্রিকেটার যিনি টেস্টে জয়সূচক রান করলেন। বিশ্ব ক্রিকেটের নিরিখে পৃথ্বী রয়েছেন দু’নম্বরে। ২০১১ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জোহানেসবার্গে সব চেয়ে কম বয়সি ক্রিকেটার হিসেবে জয়সূচক রানটি নিয়েছিলেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স (১৮ বছর ১৯৮ দিন)। রোববার ওয়েস্ট ইন্ডিজের দেবেন্দ্র বিশুকে বাউন্ডারিতে পাঠিয়ে পৃথ্বী যখন ভারতকে জেতালেন, তার বয়স ১৮ বছর ৩৩৯ দিন। 

পৃথ্বী দুরন্ত ছন্দে থাকলেও তার সঙ্গী ওপেনার লোকেশ রাহুল কিন্তু এই সিরিজে ব্যর্থ। দুই টেস্টে করেছেন ৩৭ রান। কিন্তু শাস্ত্রী আশাহত হচ্ছেন না। পরিষ্কার বলে দিচ্ছেন, ‘‘সব ঠিক হয়ে যাবে। আমার মাঝে মাঝে মনে হয়, রাহুল একটু বেশি চেষ্টা করছে রান করার। আমি ওকে বলি, বেশি চাপ না নিতে। হালকা মেজাজে থাকতে।’’ রাহুলের প্রশংসা করে শাস্ত্রী আরও বলেন, ‘‘রাহুল বিশ্বমানের ক্রিকেটার। সে ব্যাপারে কোনও সন্দেহ নেই আমাদের। এক বার জমে গেলে রাহুলকে থামানো কঠিন হয়ে যায়।’’

গোনিউজ২৪/এআর
 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ