ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আবেগাপ্লুত সাকিবের স্ত্রী শিশির


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: অক্টোবর ১৪, ২০১৮, ০২:২২ পিএম আপডেট: অক্টোবর ১৪, ২০১৮, ০৮:২২ এএম
আবেগাপ্লুত সাকিবের স্ত্রী শিশির

শুক্রবার (১০ অক্টোবর) জুম্মার নামাজের পরে রাজধানী ঢাকাসহ দেশের ১০টি মসজিদে সাকিব আল হাসানের দ্রুত সুস্থতা কামনায় দোয়া পড়ানো হয়। সাকিবের ভক্ত সংগঠন ‘ফ্যানস অফ সাকিব আল হাসান ৭৫’ নামক গ্রুপের পক্ষ থেকে এই আযোজন করা হয়। যা তার স্ত্রী শিশিরের নজরে আসলে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।

নিজের মনের অবস্থা বোঝাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দোয়ার কিছু ছবির সাথে তিনি লিখেন, ‘এটা প্রকাশ করার মতো ভাষা আমার জানা নেই। এই মানুষগুলো সাকিব আল হাসানের দ্রুত আরোগ্যের জন্য মিলাদ এবং দোয়া আয়োজন করেছে। আমি জানতে পেরেছি তারা সবাই সাকিবের ভক্ত, যা আমাকে অবাক করে দিয়েছে। এই দোয়া ও মিলাদের আয়োজন দেশের ১০টি মসজিদে করা হয়েছে। পরম করুণাময় আল্লাহ তাকে (সাকিব) আপনাদের দোয়া ও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ্‌, সে খুব দ্রুত চোট থেকে সেরে উঠছে। মহাপরাক্রমশালী আল্লাহ্‌, আমাদের প্রতি দয়ালু হয়েছেন।’

এদিকে এ খবর জানতে পেরেছেন সুদূর অস্ট্রেলিয়ায় থাকা সাকিবও। তিনিও তার অগণিত ভক্তদের ধন্যবাদ জানিয়ে ফেসবুকের লিখেন, ‘সমগ্র বাংলাদেশ এবং বিশ্বজুড়ে আমার অগণিত সব ভক্তদের পেয়ে আমি সত্যিই অভিভূত, আবেগ আপ্লুত এবং সম্মানিত বোধ করছি। আপনাদের এত এত ভালবাসা এবং প্রার্থনার জন্য অসংখ্য ধন্যবাদ। ইন শা আল্লাহ আমি খুব শিগগিরই মাঠে ফিরবো এবং সম্মানের সাথে প্রাণ প্রিয় দেশের প্রতিনিধিত্ব করবো। আমার পক্ষ থেকে সবার জন্য ভালবাসা রইলো।’

প্রসঙ্গত, রোববার (১৪ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর পৌনে ১২টার সময় সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটে মেলবোর্ন-সিঙ্গাপুর হয়ে রাজধানীর হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেছেন সাকিব আল হাসান। ইনজুরি নিয়ে দেশ ছাড়লেও আশার বাণী শুনিয়েছেন সাকিব। জানালেন, ‘ব্যথা কমছে, আশা করি এক মাসের মধ্যেই মাঠে ফিরতে পারবো।’ 

গোনিউজ২৪/এআর
 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ