ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ‘রস কষহীন’ ভারতীয় দল


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: অক্টোবর ১১, ২০১৮, ০৪:৫৬ পিএম আপডেট: অক্টোবর ১১, ২০১৮, ১০:৫৬ এএম
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ‘রস কষহীন’ ভারতীয় দল

মায়াঙ্ক অগ্রবালের টেস্ট অভিষেক হচ্ছে কিনা, শুক্রবার শুরু হতে চলা হায়দরাবাদ টেস্টে ক্রিকেটমহলের আগ্রহ ছিল সেটাই। বৃহস্পতিবার (১১ অক্টোবর) যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে ১২ সদস্যের দল ঘোষণা করল বিরাট কোহালির ভারত। যাতে মায়াঙ্ক নেই। ফলে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি সিরিজে তার টেস্ট অভিষেক ঘটছে না।

রাজকোটে যে ১২ জনের নাম ঘোষণা করা হয়েছিল, তাদেরকেই রাখা হয়েছে দলে। ভারতের ঘোষিত দল: বিরাট কোহালি (অধিনায়ক), লোকেশ রাহুল, পৃথ্বী শ, চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানে, ঋষভ পন্থ (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, উমেশ যাদব, মোহাম্মদ শামি, শার্দুল ঠাকুর।

রাজকোটে প্রথম টেস্টে ইনিংস ও ২৭২ রানে জিতেছিল ভারত। দ্বিতীয় টেস্টে তাই পরীক্ষা-নিরীক্ষার দাবি প্রবল হয়েছিল। প্রশ্নের মুখে ছিল সহ-অধিনায়ক অজিঙ্ক রাহানের ফর্ম। টেস্টে শেষ ১১ ইনিংসে তার ব্যাটে এসেছে মোটে দুটো অর্ধশতরান। রাজকোটে প্রথম টেস্টে তিনি করেন ৪১। কিন্তু, অভিষেক টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ডের বিরুদ্ধে অর্ধশতরান করা হনুমা বিহারীকে আনা হয়নি বারো জনের দলে।

রাজকোটে রান করেননি ওপেনার লোকেশ রাহুলও। গত মৌসুমে ঘরোয়া ক্রিকেটে সব ফরম্যাট মিলিয়ে হাজার দুয়েক রান করা মায়াঙ্ককে খেলানোর দাবি তাই ছিল। তাছাড়া অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজের আগে এটাই ছিল ভারতের শেষ টেস্ট। কিন্তু, সুযোগ পেলেন না তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজের স্কোয়াডে থেকেও হনুমা, মায়াঙ্কের মতো সুযোগ পেলেন না পেসার মোহাম্মদ সিরাজ। তারও টেস্ট অভিষেক হয়নি।

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ