ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কোহলিকে পেছনে ফেললেন তারই সতীর্থ


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: অক্টোবর ১১, ২০১৮, ০৩:৫৮ পিএম আপডেট: অক্টোবর ১১, ২০১৮, ০৯:৫৮ এএম
কোহলিকে পেছনে ফেললেন তারই সতীর্থ

কোহলিকে পেছনে ফেলে দিলেন তারই দলের সতীর্থ শিখর ধাওয়ান। শতরানের বিচারে নয়, ২০১৮ সালে সব ধরনের ফরম্যাট মিলিয়ে বিরাটের চেয়ে বেশি ম্যাচ খেলেছেন ভারতীয় ওপেনার। শুধু তাই নয়, ২০১৮ সালে সবচেয়ে বেশি ম্যাচ আন্তর্জাতিক ম্যাচ খেলা ক্রিকেটারদের তালিকায় প্রথম দশে নাম নেই ভারতীয় অধিনায়কের। ক্রিকেটভক্তরা চমকালেও এটাই বাস্তব।

এশিয়া কাপ বাদ দিলে ২০১৮ সালে সব ফরম্যাটেই ব্যাট হাতে দাপট দেখিয়েছেন বিরাট। পরিসংখ্যান বলছে, ২০১৮ সালে দেশের জার্সিতে সব ধরনের ক্রিকেট মিলিয়ে বিরাট খেলেছেন ২৫টি ম্যাচ। সেখানে শিখর ধাওয়ান তিন ফরম্যাট মিলিয়ে খেলেছেন ৩২টি ম্যাচ।

২০১৮ সালে তিন ফরম্যাট মিলিয়ে সর্বাধিক ম্যাচ খেলার তালিকায় শীর্ষস্থানে রয়েছেন ইংল্যান্ডের উইকেটকিপার ব্যাটসম্যান জনি বেয়ারস্টো। চলতি বছরে এখন পর্যন্ত ৩৪ টি ম্যাচ খেলেছেন বেয়ারস্টো। ইংল্যান্ডের অপর উইকেটকিপার জস বাটলারও সবমিলিয়ে ৩৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।

তিন নম্বরে অবাক রয়েছেন রয়েছেন আদিল রশিদ। ভারতের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলার জন্য লাল বলের ক্রিকেটে তার প্রত্যাবর্তন নিয়ে কম বিতর্ক হয়নি। সেই রশিদই রয়েছেন তিনে৷ চারে জো রুট ও পাঁচে ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান৷ তিন ফরম্যাট মিলিয়ে ধাওয়ান খেলেছেন ৩২টি ম্যাচ৷ প্রথম দশে ‘গব্বর’ ছাড়া আর কোনো ব্যাটসম্যান নেই৷ কোহলি ও ধাওয়ান ছাড়া ভারতীয় কোনও ব্যাটসম্যানকে এই মুহূর্তে তিন ফরম্যাটে খেলতে দেখা যায় না। ফলে দুই ক্রিকেটারের মধ্যেই তুল্যমূল্য লড়াই চলে৷ সেই লড়াইয়ে বিরাটকে পেছনে ফেললেন ধাওয়ান৷ ব্যাট হাতে ইংল্যান্ডের মাটিতে সফল না হওয়ায় অবশ্য এই মুহূর্তে টেস্ট দল থেকে বাদ পড়ছেন ‘গব্বর’।

গোনিউজ২৪/এআর
 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ