ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মেসি-রোনালদোর রাজত্ব ভেঙে ব্যালন ডি’অর জিতছেন সালাহ!


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: অক্টোবর ১১, ২০১৮, ১১:৩৮ এএম
মেসি-রোনালদোর রাজত্ব ভেঙে ব্যালন ডি’অর জিতছেন সালাহ!

গত এক দশকে ব্যালন ডি'অর পুরস্কারটাকে যেন নিজেদেরই করে নিয়েছেন লিওনেল মেসি-ক্রিস্টিয়ানো রোনালদো। অবশেষে কি তাদের হাত ছাড়া হচ্ছে? হ্যাঁ বাতাসে ভাসছে এমনই গুঞ্জন।

‘মিসরের মেসি’ লিভারপুলের হয়ে গত মৌসুমটা অতিক্রম করেছেন স্বপ্নের মত। সব মিলিয়ে প্রতিপক্ষের জাল কাঁপিয়েছেন ৪৪ বার। সেই সুবাদে জিতেছেন অসংখ্য পুরস্কার। তাই মেসি বা রোনালদোর নয়, এবার ব্যালন ডি’অরও জিততে চলেছেন তিনি।

ব্যালন ডি’অরকে সামনে রেখে কয়েকদিন ধরে ভোট পরিচালনা করে ফ্রান্স ফুটবল অফিসিয়াল ওয়েবসাইট। এতে ভোট দেন ফুটবল ভক্তরা। আর সেখানে সালাহকেই বেছে নিয়েছেন তারা।

সালাহ স্মরণীয় মৌসুম কাটানোয় ইতোমধ্যে বগলদাবা করেছেন প্রিমিয়ার লিগ বর্ষসেরা ও গোল্ডেন বুট, পিএফএ, বিবিসি বর্ষসেরা আফ্রিকান ফুটবলার, প্লেয়ার্স প্লেয়ার অব দ্য সিজন, ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশন ও লিভারপুল ফ্যানদের বর্ষসেরা পুরস্কার। যদিও রাশিয়া বিশ্বকাপে ভালো করতে পারেননি তিনি, তদুপরি এসব প্রাইজই ব্যালন ডি’অর জয়ের দৌড়ে তাকে এগিয়ে রাখছে।

ফ্রান্স ফুটবল পরিচালিত ভোটে ৫৩ শতাংশ ভোট পেয়েছেন সালাহ। মেসি ও রোনালদোর চেয়ে যোজন যোজন এগিয়ে আছেন মিসরীয় রাজা। এই ভোটে পাঁচবারের ব্যালন ডি’ অর জয়ী পেয়েছেন ২৮ শতাংশ ভোট। আর তার চিরপ্রতিদ্বন্দ্বী সিআর সেভেন পেয়েছেন ৫ শতাংশ ভোট। 

তুলনামূলক সবচেয়ে কম ভোট পেয়েছেন ফিফা দ্য বেস্ট ও উয়েফা বর্ষসেরা পুরস্কারজয়ী লুকা মডরিচ। লস ব্লাঙ্কোদের ইউরোপসেরা করতে অগ্রণী ভূমিকা রাখেন তিনি। তার অসামান্য নৈপুণ্যে বিশ্বকাপের ফাইনাল খেলে ক্রোয়েশিয়ানরা।

উল্লেখ্য, ২০১৮ সালের ব্যালন ডি’অরের জন্য ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করেছে ফরাসি সাময়িকী ‘ফ্রেঞ্চ ফুটবল’। সোমবার (৮ অক্টোবর) ঘোষিত হয় এই তালিকাটি। 

৩০ জনের তালিকাটা পরে নেমে আসবে তিনজনে। আর আগামী ৩ ডিসেম্বর প্যারিসে বিজয়ীর হাতে তুলে দেওয়া হবে পুরস্কার।

৩০ জনের সংক্ষিপ্ত তালিকা: ক্রিস্টিয়ানো রোনালদো, সার্জিও আগুয়েরো, অ্যালিসন, গ্যারেথ বেল, করিম বেনজেমা, কেভিন ডি ব্রুইন, এডিনসন কাভানি, থিবো কোর্তোয়া, রবার্তো ফিরমিনো, দিয়েগো গডিন, আঁতোয়ান গ্রিজমান, এডেন হ্যাজার্ড, ইসকো, হ্যারি কেন, এন’গলো কন্তে, হুগো লরিস, মারিও মানজুকিচ, সাদিও মানে, মার্সেলো, কিলিয়ান এমবাপে, লিওনেল মেসি, লুকা মডরিচ, নেইমার, জেন অবলাক, পল পগবা,  ইভান রাকিটিচ, সার্জিও রামোস, মোহাম্মদ সালাহ, লুইস সুয়ারেজ, রাফায়েল ভারানে।

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ