ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

না ফেরার দেশে সাবেক ফুটবলার


গো নিউজ২৪ | নাহিদ হোসেন, নাটোর প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ৯, ২০১৮, ০৯:১৬ পিএম আপডেট: অক্টোবর ৯, ২০১৮, ০৯:২২ পিএম
না ফেরার দেশে সাবেক ফুটবলার

শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানতে হলো বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার তানভীর চৌধুরীকে। ২০১৫ সালের ১৯ মে মাসে নাটোরের বনপাড়ায় এক সড়ক দুর্ঘটনায় মাথায় মারাত্মকভাবে আঘাত পেয়েছিলেন তিনি। এরপর তিন বছরের বেশি সময় ধরে ‘ক্লিনিক্যাল ডেথ’ তানভীর আজ চল গেলেন না ফেরার দেশে। 

দুর্ঘটনার পর রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন। দীর্ঘ চিকিৎসার ব্যয়ভার বহন করা কঠিনই হয়ে পড়েছিল তার পরিবারের জন্য। বাড়িতেই কাটিয়েছেন জীবনের শেষ দিনগুলি। নিথর শরীর নিয়ে কেবল চেয়ে থাকতেন। আজ সকালে শ্বাসকষ্ট শুরু হলে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয় তাকে। দিন দশেক ধরে খাওয়া-দাওয়াও ছেড়ে দিয়েছিলেন। হাসপাতালে নেওয়ার আধা ঘণ্টার মধ্যেই তিনি চলে যান না ফেরার দেশে। বয়স হয়েছিল ৪০ বছর। রেখে গেছেন স্ত্রী ও দুই কন্যাসন্তান। 

সড়ক দুর্ঘটনার বলি তানভীরের এই অকালমৃত্যু মানতে পারছেন না ফুটবল অঙ্গনের কেউই।

প্রসঙ্গত, দারুণ প্রতিভাবান এই ফুটবলার ১৯৯৯ সালে জাতীয় ফুটবল লিগের সেরা খেলোয়াড় হয়েছিলেন। ২০০০ সালে ইংল্যান্ডের মাটিতে ভারতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের দলে সুযোগ পেয়েছিলেন। জাতীয় দলের ক্যারিয়ারটা কোনো কারণে খুব বড় করতে পারেননি। ২০০২ সালের পর আর জাতীয় দলে সুযোগ পাননি।

খেলোয়াড়ি জীবনে ঢাকা আবাহনী, চট্টগ্রাম আবাহনী, মুক্তিযোদ্ধা, ব্রাদার্স ও শেখ রাসেলে খেলেছেন। ১৯৯৫ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত ছিল তার ক্যারিয়ারের ব্যাপ্তি।
গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ