ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ব্যালন ডি’ অরের ৩০ জনের তালিকায় এগিয়ে যিনি


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: অক্টোবর ৯, ২০১৮, ১১:৫৩ এএম
ব্যালন ডি’ অরের ৩০ জনের তালিকায় এগিয়ে যিনি

২০১৮ সালের ব্যালন ডি’অরের জন্য ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা ঘোষণা করেছে ফরাসি সাময়িকী ‘ফ্রেঞ্চ ফুটবল’। সোমবার (৮ অক্টোবর) ঘোষিত হয় এই তালিকাটি। ঘোষিত এ তালিকায় আধিপত্য দেখিয়েছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ ক্লাবটির আটজন খেলোয়াড় জায়গা পেয়েছেন ৩০ জনের তালিকায়।

গত দশ বছর ধরেই পুরস্কারটা ভাগাভাগি করছেন বিশ্বের অন্যতম সেরা দুই ফুটবলার লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। দুজনের এবারও আছেন তালিকায়। এ দু’জনের বাইরে সবশেষ ২০০৭ সালে ব্যালন ডি‘র জিতেছিলেন ব্রাজিলের কাকা।

এবার অল্পের জন্য ফিফার দ্য বেস্ট জেতা হয়নি সিআর সেভেনের। তাকে পেছনে ফেলে ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতে নেন ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচ। 

তবে ব্যালন ডি’অরের জন্য ঘোষিত তালিকায় প্রথম মনোনয়ন পেয়েছেনন সিআর সেভেনই। তবে মনোনয়নে এগিয়ে থাকলেও ব্যালন ডি’ অর জিততে পারেন কিনা সেটা নিয়ে চলছে জল্পনা। কারণ সদ্য তার বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগ বাছাইয়ের ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে। ফিফা বেস্ট ও উয়েফার বর্ষসেরা জেতার পর ব্যালন ডি’অরেও পাল্লা ভারি মডরিচের। 

অন্যদিকে, আর্জেন্টাইন তারকা লিওলেন মেসির সম্ভাবনা কম। ইউরোপের টপ স্কোরার হলেও এলএম টেন চ্যাম্পিয়ন্স লিগ ও বিশ্বকাপে ভালো করতে পারেননি।

৩০ জনের তালিকাটা পরে নেমে আসবে তিনজনে। আর আগামী ৩ ডিসেম্বর প্যারিসে বিজয়ীর হাতে তুলে দেওয়া হবে পুরস্কার।

৩০ জনের সংক্ষিপ্ত তালিকা: ক্রিস্টিয়ানো রোনালদো, সার্জিও আগুয়েরো, অ্যালিসন, গ্যারেথ বেল, করিম বেনজেমা, কেভিন ডি ব্রুইন, এডিনসন কাভানি, থিবো কোর্তোয়া, রবার্তো ফিরমিনো, দিয়েগো গডিন, আঁতোয়ান গ্রিজমান, এডেন হ্যাজার্ড, ইসকো, হ্যারি কেন, এন’গলো কন্তে, হুগো লরিস, মারিও মানজুকিচ, সাদিও মানে, মার্সেলো, কিলিয়ান এমবাপে, লিওনেল মেসি, লুকা মডরিচ, নেইমার, জেন অবলাক, পল পগবা,  ইভান রাকিটিচ, সার্জিও রামোস, মোহাম্মদ সালাহ, লুইস সুয়ারেজ, রাফায়েল ভারানে।

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ