ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাকিস্তানের বিপক্ষে মাশরাফি- সাকিবকে নিয়ে অনিশ্চয়তা!


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০১৮, ১২:৩০ পিএম
পাকিস্তানের বিপক্ষে মাশরাফি- সাকিবকে নিয়ে অনিশ্চয়তা!

প্রতিপক্ষ শিবিরে শাদাব-হাসান আলিরা থাকলেও বাংলাদেশের চিন্তা কিন্তু অন্য দুই বোলারকে নিয়ে। যে দুজনের নাম— মাশরফি বিন মর্তুজা এবং সাকিব আল হাসান! 

এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে ফাইনালে কে খেলবে, সেটা ঠিক হওয়ার অঙ্ক খুব সহজ। বুধবার (২৬ সেপ্টেম্বর) পাকিস্তান বনাম বাংলাদেশের লড়াইয়ে যে জিতবে, শুক্রবার ফাইনালে খেলার ছাড়পত্র তাদের। কিন্তু পাকিস্তানকে নিয়ে ভাবতে বসার আগে বাংলাদেশের চিন্তা দুই ক্রিকেটারকে নিয়েই। মাশরাফি-সাকিব। দু’জনেই চোট-আঘাতের সমস্যায় ভুগছেন। 

দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন এরই মধ্যে জানিয়ে দিয়েছেন আজ সাকিবকে পাওয়ার সম্ভাবনা ৫০-৫০। তিনি বলেছেন, 'সাকিবের খেলার সম্ভাবনা বর্তমানে ৫০-৫০। আমরা এখনই বলতে পারছি না কি হবে।'

তবে ইনজুরি থাকা সত্ত্বেও সাকিব আজ খেলবেন ধরে নিয়ে সেই মোতাবেক কাজ করছে দল বলেও উল্লেখ করেছেন সুজন। তার ভাষায়, 'সে (সাকিব) খেলবে বলেই আমরা ধরে নিচ্ছি এবং সেই মোতাবেক কাজ করছি, কিন্তু আমরা কিছুই নিশ্চিত করে বলতে পারছি না এই মুহূর্তে।' 

অন্যদিকে, ব্যাথা থাকা সত্বেও খেলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন কাপ্তান প্যান্টাসটিক মাশরাফি বিন মর্তুজা। দীর্ঘদিন ধরে পেস বোলিং করার ফলে ছোটখাটো সমস্যা তার লেগেই আছে। আবার এশিয়া কাপে, প্রচণ্ড গরমে টানা খেলে যাওয়ার ছাপ পড়ছে তার শরীরে। মাশরাফির উরুতে কালশিটে পড়ে গিয়েছে তার। প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। তবে এই যন্ত্রণা নিয়েই খেলার জন্য তৈরি হচ্ছেন মর্তুজা। অবশ্যই আধুনিক ওষুধের সাহায্যে। 

উল্লেখ্য, এদিকে আজ ব্যাথার কারণে সাকিব যদি খেলতে না পারেন তাহলে বড় ধরণের সমস্যাতেই পড়তে হবে টাইগারদের। কেননা দলের অভিজ্ঞ ওপেনার তামিম ইকবালকেও পাচ্ছে না দল। পাশাপাশি মুশফিকুর রহিমও ভুগছেন পাঁজরের ইনজুরিতে।  

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ