ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মেসি-রোনালদোকে হারিয়ে বর্ষসেরা মডরিচ


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০১৮, ০৮:৩১ এএম আপডেট: সেপ্টেম্বর ২৫, ২০১৮, ১২:০০ পিএম
মেসি-রোনালদোকে হারিয়ে বর্ষসেরা মডরিচ

আগেই জানা ছিল, ২০১৮ সালের ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের সেরা তিনে নেই মেসি। প্রায় ১১ বছর পর তার অনুপস্থিতি নিয়ে অনেক কথা উঠেছিল। মজার তথ্য হলো, ফিফার বর্ষসেরার তালিকায় মেসির চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোর নাম থাকলেও প্রথমবারের মতো বর্ষসেরার পুরস্কার উঠেছে কোয়েশ্চীয় তারকা লুকা মডরিচের হাতে।

১৯৯১ সাল থেকেই বর্ষসেরা ফুটবলার পুরস্কার দিয়ে আসছে ফিফা। ২০১০ সাল থেকে ফ্রান্স ফুটবলের ব্যালন ডি’অরের সঙ্গে মিলে একীভূত হয়ে সেটির নাম হয়ে যায় ফিফা-ব্যালন ডি’অর। ছয় বছর একসঙ্গে পথচলার পর ২০১৬ সালে আবার আলাদা হয়ে যায় ফিফা আর ফ্রান্স ফুটবল। কিছু পরিবর্তন এনে ব্যালন ডি’অর দেয়া হচ্ছে আগের মতোই। আঙ্গিকে বেশ পরিবর্তন এনে ফিফার পুরস্কারটা যাত্রা শুরু করেছে ‘দ্য বেস্ট’ নামে নতুনভাবে। প্রথম দুইবারই সেরা হয়েছেন রোনালদো।

এ মৌসুমে রোনালদোর ট্রফি ক্যাবিনেটে যুক্ত হয়েছে আরও একটা ক্লাব বিশ্বকাপ এবং আরও একটা চ্যাম্পিয়নস লিগ। চ্যাম্পিয়নস লিগে টানা ষষ্ঠবারের মতো সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। রিয়ালের হয়ে চতুর্থ ও সব মিলিয়ে পঞ্চমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জিতেছেন। প্রথম কোনো খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে স্পেনের বিপক্ষে হ্যাটট্রিকও করেছেন। কিন্তু এত সব অর্জনেও এবারের বর্ষসেরা খেলোয়াড় হতে পারেননি রোনালদো।

রিয়ালকে চ্যাম্পিয়নস লিগ জেতানোর পেছনে গত তিনবারই নেপথ্যে ভূমিকা রেখেছেন মডরিচ। প্রতিবারই বর্ষসেরা মিডফিল্ডারের তালিকায় স্থান করে নিয়েছেন। কিন্তু কখনোই তার নাম বর্ষসেরাদের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পায়নি। ভূরি ভূরি গোল করে ফরোয়ার্ডরাই শুধু মেসি-রোনালদোর সঙ্গে জায়গা করে নিচ্ছিলেন। কিন্তু এবারের বিশ্বকাপ সব বদলে দিয়েছে। বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে প্রথমবারের মতো শুধু ফাইনালেই নেননি, নিজে জিতেছেন সেরা খেলোয়াড়ের পুরস্কার। বিশ্বকাপে অসাধারণ খেলার সুবাদে সবাইকে চেনা বৃত্ত থেকে বের করে এনেছেন। আবার মনে করিয়ে দিয়েছেন ফুটবলে গোল করাটাই সব নয়। ফুটবলের আদি সৌন্দর্য উপহার দেয়াটাও গুরুত্বপূর্ণ। এতেই দশ বছর পর মেসি-রোনালদোকে টপকে কেউ পেলেন সেরা ফুটবলারের পুরস্কার।

পুরুষ দলের সেরা কোচের পুরস্কারটা গেছে দিদিয়ের দেশমের কাছে। ফ্রান্সকে ২০ বছর পর আরেকটি বিশ্বকাপ জেতানোর পুরস্কার পেয়েছেন অধিনায়ক হিসেবেও বিশ্বকাপ জেতা এই ফরাসি। বর্ষসেরা গোল, পুসকাস অ্যাওয়ার্ড পেয়েছেন সালাহ।

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ