ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

উপেক্ষিত ইমরুলই ভরসা বাংলাদেশের


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০১৮, ০৮:৫০ পিএম
উপেক্ষিত ইমরুলই ভরসা বাংলাদেশের

আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন ১০ বছর ধরে। ৭০টি ওয়ানডের মধ্যে ৬১টিতে নেমেছেন ওপেনার হিসেবে। বাকি ৯টিতে ৩ নম্বরে। অথচ আজ আফগানিস্তানের বিপক্ষে প্রথম চারেও নামেননি ইমরুল কায়েস।

তাহলে হঠাৎ তাঁকে কেন দেশ থেকে ডেকে নেওয়া? কেনই-বা একাদশে রাখা? নাকি ইমরুলকে মিডল/লোয়ার অর্ডারে খেলানোর পরিকল্পনা করেই জাতীয় দলে ডাকা হয়েছে? এই বাঁহাতির মধ্যে সলিড মিডল/লোয়ার অর্ডার ব্যাটসম্যানের গুণাবলি দেখেছেন বড় কর্তা?

বাংলাদেশ ক্রিকেটের সার্কাস দেখে কতো আজেবাজে চিন্তাই না মাথায় আসছে!!!

উপরের লেখাগুলো বাংলাদেশের জনপ্রিয় দৈনিক কালের কণ্ঠের সিনিয়র ক্রীড়া সাংবাদিক নোমান মাহমুদের। শুধু তিনিই নয়, বরং হুট করে ইমরুলকে একাদশে ভিড়ানোর পর মিডলঅর্ডারে খেলানোতে খানিকটা অবাক হয়েছেন অনেকে সাংবদিকই।   

এশিয়া কাপে টাইগার ওপেনিংয়ে টানা ব্যর্থতার পর ইমরুল-সৌম্যকে দুবাইকে ঠেকে পাঠায় টিম ম্যানেজম্যান্ট। মূলত দুই তরুণ শান্ত ও লিটনের বাজে পারফর্মের কারণেই তাদের স্কোয়াডে ভিড়ানো হয়। সে অনুযায়ী আজ সবার আশা ছিল ওপেনিংয়ে সৌম্য-ইমরুলের যে কোন একজন অথবা দুইজনকেই দেখা যাবে।  কিন্তু রোববার (২৩ সেপ্টেম্বর) যখন টস জিতে লিটন-শান্তকে ব্যাট হাতে নামানো হয় তখনই চমকে যায় সবাই।  

একী, যাদের ব্যর্থতার কারণে দুই অভিজ্ঞকে আনা হয়েছে। অথচ তাদেরই কিনা ফের ওপেনিংয়ে নামানো হলো।

যদিও আফগানিস্তানের বিপক্ষে সদ্য দলে যোগ দেয়া দুই ওপেনারের একজন ইমরুল ছয় নাম্বারে নেমে জাত চেনাচ্ছন নিঁখুতভাবে। হয়তো পর পর দুই উইকেট খোয়ানোর পর নিজের করণীয় কি সেটা ভালোভাবেই উপলব্দী করতে পেরেছেন তিনি। তাই তো অভিজ্ঞ মাহমুদ উল্লাহ’র সঙ্গে শক্তিশালী জুটি গড়েছেন কায়েস। এ প্রতিবেদন লিখা পর্যন্ত ৭৭ বলে ৫০ রানে অপরাজিত রয়েছেন ইমরুল। অন্যদিকে আরেক ব্যাটসম্যান মাহমুদউল্লাহ’র সংগ্রহ ৭৭ বলে ৭১। আর বাংলাদেশের সংগ্রহ ২০৮। ওভার বাকি আছে ৫ টি।

রোববার (২৩ সেপ্টেম্বর) আবুধাবির ম্যাচে শুরুর ধাক্কার পর মুশফিকুর রহিম ও লিটন দাস বেশ গুছিয়ে নিয়েছিলেন দলকে। কিন্তু রশিদ খান বোলিংয়ে আসতেই পাল্টে যায় দৃশ্যপট। আগের বলে আফগান স্পিনারকে চার মেরে পরের বলটাতেই আবার ‘বিগ’ শট খেলতে চেয়েছিলেন লিটন। কিন্তু ব্যাটের উপরের দিকে লেগে বল ভাসতে থাকে বাতাসে। সহজ ক্যাচটা নিতে কোনো অসুবিধাই হয়নি ইহসানউল্লাহর। যাওয়ার আগে ৪৩ বলে ৩ বাউন্ডারিতে লিটন করেন ৪১ রান।

লিটনের আউটের দুই বল পরই আবার ধাক্কা বাংলাদেশ শিবিরে। দুঃখজনক রান আউটে প্যাভিলিয়নে ফিরে যান সাকিব আল হাসান। মুশফিকের সঙ্গে ভুল বোঝাবুঝিতে সামিউল্লাহ শেনওয়ারির সরাসরি থ্রোতে স্টাম্প ভেঙে গেলে শূন্য রানে ফেরেন সাকিব।

মুশফিকও একই ভুলের শিকার! চমৎকার ব্যাটিংয়ে আরও একটি বড় ইনিংসের ইঙ্গিত দিচ্ছিলেন তিনি। কিন্তু এই উইকেটরক্ষক ব্যাটসম্যানও শিকার রান আউটের। ইমরুল কায়েসের সঙ্গে ভুল বোঝাবুঝিতে মোহাম্মদ নবীর দেওয়া থ্রোতে স্টাম্প ভেঙে দেন বোলার রশিদ। তাতে ৩৩ রানে থামে মুশফিকের ইনিংস।

প্রসঙ্গত, স্কোয়াডে যোগ দেয়ার পর ইমরুল কায়েসকে একাদশে ভিড়ানো হলেও উপেক্ষিত রয়েছেন সৌম্য সরকার।  মূলত সর্বশেষ বেশ কয়েকটি ঘরোয়া ম্যাচে সৌম্যের চেয়ে এগিয়ে ইমরুল।  

গোনিউজ২৪/এআর
 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ