ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৪ চৈত্র ১৪৩০

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০১৮, ১২:৪২ পিএম
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

এশিয়া কাপের শুরুটা দারুণ হয়েছিলো বাংলাদেশের। উদ্বোধনীয় ম্যাচে পাঁচবারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার বিপক্ষে মুশফিকের অসামান্য সেঞ্চুরি, তামিমের বীরত্ব ও বোলারদের বিধংসী পারফরম্যান্সের মিশেলে হাথুরুসিংহের শিষ্যদের বিপক্ষে ১৩৭ রানের বিশাল জয় পেয়েছিল টাইগাররা। কিন্তু পরের দুই ম্যাচে কেমন বদলে গেল সব। স্বপ্নভঙ্গের গল্পই যেন রচিত হলো আফগানিস্তান ও ভারতের বিপক্ষের ম্যাচে। 

রোববার (২৩ সেপ্টেম্বর) আবুধাবিতে বাংলাদেশ সময় বিকাল সাড়ে পাঁচটায় আফগানিস্তানের বিপক্ষে লড়বে বাংলাদেশ। আজকের ম্যাচটি বলা যায় কঠিন পরীক্ষা মাশরাফিদের জন্য। কারণ এই ম্যাচটিতে হারলে ফাইনাল খেলার স্বপ্নভঙ্গ হবে বাংলাদেশের।

এই আফগান স্পিনারদের সামনে রীতিমতো নাজেহাল হয়েছে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। ২৫৬ রানের লক্ষ্যে খেলতে নেমে অল আউট হয়ে গেল ১১৯ রানে। তাই আজকের ম্যাচটি বাংলাদেশর জন্য হতেক পারে প্রতিশোধেরও। তাই বাংলাদেশের স্বপ্নকে জিয়ে রাখতে দেশ থেকে ইমরুল ও সৌম্যকে উড়িয়ে আনা হয়েছে আমিরাতে। 

আজ বাংলাদেশের বাঁচা-মরার ম্যাচে একাদশে আসতে পারে দুই পরিবর্তন। তামিমের জায়গা খেলানো হয়ে নাজমুল হোসেন শান্তকে, তার পরিবর্তে লিটনের সাথে ওপেন করতে দেখা যাবে ইমরুলকে। অন্যদিকে এশিয়া কাপে তিনটি সুযোগ পেয়েও তা কোনো কাজে লাগাতে পারেননি মোসাদ্দেক হোসেন সৌকত। আজ সৌকতের জায়গায় দেখা যেতে পারে আরিফুল হককে।

বাংলাদেশের ওপেনিংয়ে আসবে পরিবর্তন। শান্তর জায়গায় লিটন দাসের সাথে ওপেন করবেন ইমরুল। ওয়ান ডাউনে সাকিব। চার নম্বরে মুশফিক। পাঁচ নম্বরে রিয়াদ। মিডল অর্ডারে মিঠুন-মিরাজরা এবং শেষের দিকে মাশরাফি-রুবেল-মোস্তাফিজ।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

ইমরুল কায়েস, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন/আরিফুল হক, মেহদি হাসান, মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ