ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ওরা দু’জন নিশ্চিত না: সাকিব


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০১৮, ১১:৪৬ এএম
ওরা দু’জন নিশ্চিত না: সাকিব

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে পাঁচবারের চ্যাম্পিয়ন শ্রীঙ্কাকে হারিযে চমক দেয় বাংলাদেশ। তাইপরই মুখ থুবড়ে পরে মাশরাফিদের। অন্যদিকে তামিম ইকবালের ইনজুরি দলের জন্য বড় দুঃসংবাদ। তামিম না থাকায় লিটনের সঙ্গী হন নাজমুল হোসেন শান্ত। দু’জনে বরাবরই ব্যর্থ। তাই টিম ম্যানেজম্যান্টের ভাবনা একাদশে পরিবর্তন। তাই টুর্নামেন্টের মাঝ পথেই আরব আমিরাতে উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে দুই টাইগার ইমরুল কায়েস ও সৌম্য সরকারকে। তবে এই দু‘জন আফগানদের বিপক্ষে শেষ চারের দ্বিতীয় ম্যাচে খেলবেন কিনা সেই বিষয়ে নিশ্চিত নন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।

সুফার ফোরের প্রথম ম্যাচে বাংলাদেশ দল যখন ভারতের স্পিন সামলানোয় ব্যস্ত। ঠিক তখন বাংলাদেশের মিডিয়ায় ব্রেকিং নিউজ; এশিয়া কাপে দলের সাথে যোগ দিচ্ছেন ইমরুল-সৌম্য।  

ম্যাচ শেষে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেছিলেন, ‘তিনি এই দুই ক্রিকেটারের অন্তর্ভুক্তির খবর জানেন না। তার সঙ্গে পরামর্শ হয়নি। হঠাৎই দুই ক্রিকেটারকে দলে নেওয়ার প্রক্রিয়া নিয়ে একই রকম ছিল মাশরাফিরও।’

তাই প্রশ্ন জাগে দলের কাপ্তানের সাথে বিসিবি’র যোগাযোগ কেমন? 

শুধু মাশরাফি নন, হুট করে দলে ডাক পাওয়ায় বেশ অবাক হয়েছিলেন এই দুই ক্রিকেটারও। এমন সিদ্ধন্ত এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) খুব কমই নিতে দেখা গেছে।

ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে সাকিব জানিয়েছেন, ‘আমার পক্ষে এই প্রশ্নের সঠিক উত্তর দেওয়া ঠিক হবে না। আর যারা আসছে তারা খেলবে কিনা এটাও তো নিশ্চিত না!’

এবিষয়ে দেশ সেরা অলরাউন্ডারের আরো বলেন, ‘একটু অস্বাভাবিক। কারণ এমনটি সাধারণত হয় না। তবে দলের প্রয়োজনে যেকোনো পরিস্থিতিতে কোনো সিদ্ধান্ত তো হতেই পারে।’

সাকিব জানিয়েছেন সবাই যখন ব্যর্থ হচ্ছে তখন কারোর না কারোর উপর ভরসা রাখতেই হবে। এই অল রাউন্ডারের বিশ্বাস সৌম্য-ইমরুলরা এই প্রত্যাশার প্রতিদান দিতে পারবেন।‘এখন তো ভরসা করা উচিত কারো উপরে। আশা করি আমাদের ভরসা তারা ডেলিভার করতে পারবে।’

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ