ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৪ চৈত্র ১৪৩০

ভারতের বিপক্ষে পাকিস্তানের সম্ভাব্য একাদশ


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০১৮, ১১:১৪ এএম
ভারতের বিপক্ষে পাকিস্তানের সম্ভাব্য একাদশ

গ্রুফ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে দুবাইতে চির প্রতিদ্বন্ধী ভারতের কাছে পাত্তাই পেল না পাকিস্তান। ফের সেই ভারতের বিপক্ষে ‘সুফার ফোরে’র ম্যাচে মুখোমুখি ভারত-পাকিস্তান। তাই বলা যায় এই ম্যাচটি পাকিস্তানের প্রতিশোধের ম্যাচও বটে।

রোববার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সময বিকাল সাড়ে পাঁচটায় দুবাইতে চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে লড়বে পাকিস্তান। 

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই আলাদা আবেগ, আলাদা তাপ-উত্তাপ কাজ করে। ক্রিকেট মাঠে দুই দেশের মুখোমুখি হওয়ার ঘটনা তো আর সচরাচর ঘটে না। রাজনৈতিক কারণে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ। দুই প্রতিবেশী দেশের ক্রিকেট টিমকে ক্রিকেট মাঠে দেখার একমাত্র উপলক্ষ্য আইসিসি পরিচালিত ইভেন্ট, আর না হলে এশিয়ান ক্রিকেট সংস্থার কোনও ইভেন্টে। এক সপ্তাহের মধ্যে ভারত-পাকিস্তান ম্যাচ দু’খানা পেয়ে দুই দেশের ক্রিকেট অনুরাগীদের মধ্যে প্রায় উৎসবের মৌসুম। সেয়ানে সেয়ানে লড়াই। 

তবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতীয় ক্রিকেট দল রোহিত শর্মার নেতৃত্বে অপ্রতিরোধ্য ভঙ্গীমায় ক্রিকেট খেলছে চলতি এশিয়া কাপে। তাই সে দিক বিবেচনা করেই শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামবে পাকিস্তান সেটা বলার বাকি রাখে না।

অন্যদিকে পরিসংখ্যানের দিকে তাকালেও এগিয়ে ভারত। কিন্তু মাঠের খেলায় পরিসংখ্যান কখনো কাউকে জিতাতে পারে না। তাই নজর থাকবে এই হাই ভোল্টেজ ম্যাচের দিকে। কারণ দু’দলের লড়াই হবে আজ চরমে। তবে দু’দলের মধ্যে স্নায়ু যুদ্ধ কাজ করবে। এই স্নায়ু যুদ্ধ যারা অতিক্রম করতে পারবে তারাই আজ এগিয়ে থাকবে। 

আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তান শিবিরে দেখা যেতে পারে একটি পরিবর্তন। এদিন হারিস সোহেলের পরিবর্তে দেখা যেতে পারে সাদাব খানকে। কারণ গত ম্যাচে আফগানদের বিপক্ষে ৬ ওভার হাত ঘুরিয়ে কোনো উইকেটের দেখা পাননি। ব্যাট হাতেও হয়েছেন ব্যর্থ। 

এ ম্যাচটিতেও শাহীন খান আফ্রিদিকে রাখতে পারে। কারণ আফগানদের বিপক্ষে অভিষেক ম্যাচে আলো ছড়িয়েছেন তিনি। নিয়েছেন ২ উইকেট, শতীর্থরা মিস করেছেন তার ৩টি ক্যাচ। এই ক্যাচগুলো হলে তার অভিষেকটা অন্যরকম হতে পারত। 

ওপেনার হিসেবে থাকবেন ফখর জামান ও ইমাম-উল হক। ওয়ান ডাউনে বাবর আজমকে দেখা যাবে। চার নম্বর পজিশনে দেখা যাবে মালিককে। মিডল অর্ডারে ব্যাট করবেন সরফরাজ-শাদাবরা। শেষের দিকে দেখা যাবে আমির-হাসানদের।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ: ইমাম-উল হক, ফখর জামান, বাবর আজম, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ, আসিফ আলী, হিরিস সোহেল/শাদাব খান, মো নেওয়াজ, হাসান আলী, উসমান খান ও  শাহীন খান আফ্রিদি।

(*এটি সম্ভাব্য একাদশ। বল মাঠে গড়ানোর পূর্বে দলের প্রয়োজনে পরিবর্তন হতে পারে।)

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ