ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিল দলে তিন নতুন মুখ


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০১৮, ১২:৩৮ পিএম আপডেট: সেপ্টেম্বর ২২, ২০১৮, ১২:৪৬ পিএম
আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিল দলে তিন নতুন মুখ

আগামী মাসে সৌদি আরবের রাজধানী রিয়াদে গ্লোবাল ট্যুরের অংশ হিসেবে সৌদি আরব ও আর্জেন্টিনার বিপক্ষে খেলবে ব্রাজিল। সে উপলক্ষে দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বকাপ জয়ীরা। আর এই দুই ম্যাচের ব্রাজিল স্কোয়াডে ডাক পেয়েছেন প্রথমবারের মতো বার্সার ফরোয়ার্ড ম্যালকোম। সঙ্গে আছেন সেন্টারব্যাক পাবলো এবং ১৯ বছর বয়সী গোলরক্ষক ফিলিপে। তবে দলে জায়গা হয়নি ডগলাস কস্তা, থিয়াগো সিলভা এবং উইলিয়ানের।

গত মাসে বিশ্বকাপ পরবর্তী আন্তর্জাতিক ম্যাচগুলোতে মার্সেলো ও জেসুসকে স্কোয়াডের বাইরে রেখে নতুনদের জায়গা দিয়েছিলেন ব্রাজিল কোচ তিতে।

নতুন ঘোষিত স্কোয়াডে জায়গা পেয়েছেন ইন্টার মিলানের ডিফেন্ডার মিরান্দা। তার সঙ্গে ফিরেছেন ম্যানচেষ্টার সিটির দানিলো। সম্প্রতি পিতা হওয়া ব্রাজিলের নিয়মিত গোলরক্ষক এডারসনও ফিরেছেন।

ব্রাজিল কোচ তিতে বলেছেন, ‘পাবলোর শক্তিমত্তা এবং হেডিং দক্ষতার কথা বিবেচনা করে তাকে দলে নেয়া হয়েছে। আর প্রাক-মৌসুমে ম্যালকমের খেলা দেখে সুযোগ দেয়া হয়েছে।’

দলে আরেকটি চমক ওয়ালেস। জাতীয় দলের হয়ে মাত্র দুটি ম্যাচ খেলা এই মিডফিল্ডার সর্বশেষ মাঠে নামেন ২০১৭ সালের জানুয়ারিতে।

আগামী ১২ অক্টোবর সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং সৌদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে সৌদি আরবের বিপক্ষে এবং তার চারদিন পর জেদ্দা’র কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে আর্জেন্টিনার মুখোমুখি হবে ব্রাজিল।

ব্রাজিলের স্কোয়াড-

গোলরক্ষক: আলিসন, এদারসন, ফিলিপে।

সেন্টার-ব্যাক: মার্কুইনহোস, মিরান্দা, পাবলো।

ফুল-ব্যাক: অ্যালেক্স সান্দ্রো, দানিলো, এদের মিলিতাও, ফ্যাবিনহো, মার্সেলো।

মিডফিল্ডার: আর্থার, কাসেমিরো, ফ্রেদ, ফিলিপ্পে কুতিনহো, রেনাতো অগাস্তো, ওয়ালেস।

ফরোয়ার্ড: এভারতন, রবার্তো ফিরমিনো, গ্যাব্রিয়েল জেসুস, ম্যালকম, নেইমার, রিচার্লসন।

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ