ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

লিটন দাসের মহা উন্নতি


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০১৮, ০৬:১৪ পিএম আপডেট: সেপ্টেম্বর ২১, ২০১৮, ০৭:১৪ পিএম
লিটন দাসের মহা উন্নতি

লিটন কুমার দাস তার আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৪ ম্যাচে ১২.৭১ গড়ে ১৭৮ রান সংগ্রহ করেছেন। যাতে নেই কোন সেঞ্চুরি কিংবা হাফ সেঞ্চুরি। তারপরও কোচ রোডস ও অধিনায়ক মাশরাফির পছন্দে এশিয়া কাপের মূল স্কোয়াডে তিনি। দুঃখজনক ব্যাপার হলো, শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে নেমেই ডাক, দ্বিতীয় ম্যাচে ৬ এবং সর্বশেষ ইন্ডিয়ার (শুক্রবার) বিপক্ষে ৭ রান তুলে আউট হন লিটন।  

পরিসংখ্যান বলছে, ১৪তম এশিয়া কাপে বাংলাদেশের হয়ে তিন ম্যাচে মোটে ১৩ রান করেছেন লিঠন দাস। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ডাক। দ্বিতীয় ম্যাচে ৬ এবং তৃতীয় ম্যাচে ৭। অর্থাৎ আগের ম্যাচের চেয়ে এক রান উন্নতি হয়েছে তার।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল সাড়ে পাঁচটায় শুরু হওয়া ম্যাচটিতে শান্ত’র সঙ্গে ওপেনিংয়ে নামেন লিটন কুমার দাস। শুরু থেকে বেশ রক্ষণশীলতা দেখালেও ভুবনেশ্বর ও বুমরা মিলে তাদের দুই তরুণের প্ল্যান নসাৎ করে দেয়। ইনিংসের ৪.৩ ভারের মাথায় ভুবির বল মারতে গিয়ে কেদার যাদবের হাতে ক্যাচ তুলে সাজঘরে ফিরেন লিটন। তার ঠিক তিন বল পর ফের টাইগার শিবিরে হামলা চালায় অপর পেসার বুমরা। তার লুস বল মোকাবেলা করতে গিয়ে স্লিপে ধাওয়ানের হাতে ক্যাচ তুলে দেন শান্ত। অর্থাৎ মুহুর্তেই বিবর্ণ হয়ে যায় টাইগার শিবির। তবে এই মুহুর্তে সেই দলকে টেনে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন অভিজ্ঞ দুই ব্যাটসম্যান সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।

স্কোরবোর্ড বলছে, এই মুহুর্তে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ২৭ রান। ওভার শেষ হয়েছে ৮.১। 

প্রসঙ্গগত, গুরুত্বপূর্ণ ম্যাচটিতে ভারত দলে এক পরিবর্তন লক্ষ্য করা গেছে। হার্দিক পান্ডিয়ার ইনজুরিতে দলে সুযোগ পেয়েছৈন রবিন্দ্র জাদেজা। অন্যদিকে বাংলাদেশ দলে দুই পরিবর্তন লক্ষ্য করা গেছে।  একাদশে ভিড়ানো হয়েছে মুশফিকুর রহিম ও মোস্তাফিজুর রহমানকে। সেক্ষেত্রে বাদ দেয়া হয়েছৈ মুমিনুল ও আব হায়দার রনিকে।

ইন্ডিয়া একাদশ: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, আম্বাতি রাইডু, দীনেশ কার্তিক, মহেন্দ্র সিং ধোনি, কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, কুলদ্বীপ যাদব, জসপ্রীত বুমরা ও যুগবেন্দ্র চাহাল।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, নাজমুল হাসান শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান, মাশরাফি বিন মতুর্জা, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।

গোনিউজ২৪/এআর
 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ