ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ-ভারতের শেষ পাঁচ ম্যাচের পরিসংখ্যান


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০১৮, ০৩:৪৬ পিএম আপডেট: সেপ্টেম্বর ২১, ২০১৮, ০৪:০৪ পিএম
বাংলাদেশ-ভারতের শেষ পাঁচ ম্যাচের পরিসংখ্যান

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ভারত দ্বিতীয় স্থানে, বাংলাদেশ রয়েছে সপ্তমে। এশিয়া কাপে ‘সুপার ফোরে’ শুক্রবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকাল সাড়ে পাঁচটায় মুখোমুখি হবে ভারত বনাম বাংলাদেশ। তার আগে এক নজরে শেষ যে পাঁচটি ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দেশ, তার ফলাফল কী। দেখে নেওয়া যাক সেই পরিসংখ্যান।

নিদাহাস ট্রফির ফাইনালে চলতি বছরের মার্চে শেষবার মুখোমুখি হয়েছিল দুই দল। বাংলাদেশ, শ্রীলঙ্কা ও ভারতের ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হয় ভারত। চার উইকেটে প্রতিবেশী দেশকে হারায় তারা। 

নিদাহাসের আরেকটি ম্যাচে ৮ উইকেটে ১৩৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। শিখর ধাওয়ানের অর্ধশতকের উপর ভর করে ১৮.৫ ওভারে সে রান টপকে যায় ভারত। জেতে ছয় উইকেটে। বাংলাদেশ দাঁড়াতেই পারেনি সে ম্যাচে।

নিদাহাস ট্রফির আরেকটি ম্যাচে ভারত করে ১৭৬ রান। জবাবে ১৫৯ রানে থেমে যায় বাংলাদেশ। ফলে ১৭ রানে জয় পায় ভারত।

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি, বার্মিংহাম: ২০১৭, এই টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স ছিল বাংলাদেশের। কিন্তু ভারতের অভিজ্ঞতাই কাজে এসেছিল। ফাইনালে ৯ উইকেটে ভারতের কাছে পরাজিত হয় বাংলাদেশ।

আইসিসি ওয়ার্ল্ড টি-২০,২০১৬: বেঙ্গালুরুতে এই ম্যাচে প্রথমে ফিল্ডিং করে ভারতকে ৭ উইকেটে ১৪৬ রানে আটকে দেয় বাংলাদেশ। তামি, সাব্বির, সাকিব আল হাসানের দুরন্ত পারফরম্যান্সে বেশ চিন্তায় পড়েছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। মুস্তাফিজুর রহমান আউট হওয়ায় এক রানে কোনও মতে মানরক্ষা হয় ভারতের।

এশিয়া কাপে আজকের ম্যাচের আগে মোট ৩৩ বার মুখোমুখি হয়েছে ভারত-বাংলাদেশ। ভারত জিতেছে ২৭টি, বাংলাদেশ ৫টি, একটি অমীমাংসিত। তবে এসব পরিসংখ্যান। খেলার মাঠে পরিসংখ্যান কোনো কাজে আসেনা। 

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ