ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০১৮, ১২:২০ পিএম
বাংলাদেশের বিপক্ষে ভারতের  সম্ভাব্য একাদশ

এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে দুবাইতে পাকিস্তানকে হারিয়ে আনন্দে ভাসছে রোহিত শর্মার দল। শুক্রবার (২১ সেপ্টেম্বর) দুবাইতে বাংলাদেশের বিপক্ষে লড়বে ভারত। গ্রুফ পর্বের দুই ম্যাচে জয় পাওয়ায় ভারতের মনোবল তুঙ্গে। অন্যদিকে বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ আফগানিস্তানের সাথে যেভাবে আত্নসমর্পণ করেছে তাতে মনোবল তলানিতে বাংলাদেশের। আবার দলে নেই ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। তবে মাঠের খেলায় মনে হয়না কেউ কাউকে ছেড়ে কথা বলবে।

যাইহোক, ভারত এবারের এশিয়া কাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়নের মর্যাদা বজায় রেখে রোহিত শর্মার নেতৃত্বে গ্রুপ ‘এ’তে টেবিলল টপার হিসেবেই সুপার ফোরে গিয়েছে চার পয়েন্ট নিয়ে। 

এখন হংকং ও পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ জেতার পর বাংলাদেশের বিরুদ্ধে ভারত সহজেই বাধা অতিক্রম করে যাবে, সেটা ভেবে নেওয়া খুব ভুল হবে।

বর্তমানে বাংলাদেশ দারুণ ক্রিকেট খেলছে। আন্তর্জাতিক আসরে নতুন শক্তি হিসেবে উঠে আসছে তারা। বি গ্রুপে শ্রীলঙ্কা একেবারে পাত্তা পায়নি, তার অন্যতম বড় কারণ বাংলাদেশ। গত মার্চে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ত্রিদেশীয় টি-২০ টুর্নামেন্টের কথা কেউই ভোলেননি। আয়োজক দেশ হয়েও শ্রীলঙ্কা ফাইনালে উঠতে ব্যর্থ হয়। সেবার রোহিত শর্মার নেতৃত্বেই ভারতীয় ক্রিকেট দল খেলেছিল। বাংলাদেশের বিরুদ্ধে ফাইনালে প্রায় ম্যাচ টাই হতে বসেছিল। দিনেশ কার্তিক একটা অতিমানবীয় ইনিংস খেলে দেওয়ায় ম্যাচ সুপার ওভারে না গড়ালেও ম্যাচ কিন্তু ভারত শেষ বলে জিতেছিল। ট্রফি খোয়ানোর সেই জ্বালায় শুক্রবার বাংলাদেশ নিশ্চয় প্রলেপ দিতে চাইবে। আর সেই রসদ ও ইতিবাচক মানসিকতাও তাদের মধ্যে আছে।

হার্দিক পাণ্ডিয়া পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গিয়েছেন পিঠের নিচের দিকে চোট পেয়ে। অক্ষর প্যাটেল ও শার্দুল ঠাকুরেও একই অবস্থা। তাদের পরিবর্তে দীপক চাহার, রবীন্দ্র জাদেজা এবং সিদ্ধার্থ কউলকে তড়িঘড়ি দুবাই পাঠাচ্ছে বিসিসিআই। কিন্তু, বাংলাদেশের বিরুদ্ধে একমাত্র পরিবর্তন হিসেবে রবীন্দ্র জাদেজাকে দেখা যেতে পারে।

এবারের আসরে কেদার যাদব যেহেতু বলহাতে সফল হয়েছেন, তাকে তৃতীয় স্পিনার হিসেবে ব্যবহার করে সিদ্ধার্থ কউল বা দীপক চাহারকে অতিরিক্ত পেসার হিসেবে খেলানোর সম্ভাবনাও থাকছে। কউলের চেয়ে চাহার আবার ব্যাটিংয়ে ভালো।

ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, অম্বাতি রায়ডু, দীনেশ কার্তিক, ধোনি (উইকেটকিপার), কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, জাসপ্রীত বুমরাহ, 

(*এটি সম্ভাব্য একাদশ। বল মাঠে গড়ানোর পূর্বে দলের প্রয়োজনে পরিবর্তন হতে পারে।)

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ