ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভারতের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০১৮, ১১:৫২ এএম আপডেট: সেপ্টেম্বর ২১, ২০১৮, ১২:০৮ পিএম
ভারতের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

এশিয়া কাপের সুফার ফোরে মাশরাফিরা লড়বে শক্তিশালী ভারতের বিপক্ষে। শুক্রবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকাল সাড়ে পাঁচটায় শুরু হবে ম্যাচটি। বাংলাদেশ তাদের গ্রুফ পর্বে একটি ম্যাচ জিতেছে।

তার মানে এই নয়,  হংকং ও পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ জেতার পর বাংলাদেশের বিরুদ্ধে ভারত সহজেই বাধা অতিক্রম করে যাবে, সেটা ভেবে নেওয়া খুব ভুল হবে।

 বর্তমানে বাংলাদেশ দারুণ ক্রিকেট খেলছে। আন্তর্জাতিক আসরে নতুন শক্তি হিসেবে উঠে আসছে তারা। বি গ্রুপে শ্রীলঙ্কা একেবারে পাত্তা পায়নি, তার অন্যতম বড় কারণ বাংলাদেশ। গত মার্চে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ত্রিদেশীয় টি-২০ টুর্নামেন্টের কথা কেউই ভোলেননি। আয়োজক দেশ হয়েও শ্রীলঙ্কা ফাইনালে উঠতে ব্যর্থ হয়। সেবার রোহিত শর্মার নেতৃত্বেই ভারতীয় ক্রিকেট দল খেলেছিল। বাংলাদেশের বিরুদ্ধে ফাইনালে প্রায় ম্যাচ টাই হতে বসেছিল। দিনেশ কার্তিক একটা অতিমানবীয় ইনিংস খেলে দেওয়ায় ম্যাচ সুপার ওভারে না গড়ালেও ম্যাচ কিন্তু ভারত শেষ বলে জিতেছিল। ট্রফি খোয়ানোর সেই জ্বালায় শুক্রবার বাংলাদেশ নিশ্চয় প্রলেপ দিতে চাইবে। আর সেই রসদ ও ইতিবাচক মানসিকতাও তাদের মধ্যে আছে।

তবে এমন ম্যাচটিতে দুঃসংবাদ টাইগার শিবিরে হাতের চোটের কারণে ইতোমধ্যে দেশে ফিরছেন বাংলাদেশের অন্যতম ব্যাটিং ভরসা তামিম ইকবাল। হাইভোল্টেজ এই ম্যাচটিতে দলে ফিরবেন  মোস্তাফিজ ও মুশফিক। ফলে আজ দেখা যাবে না আবু হায়দার রনি ও মুমিনুল হককে।

আজ তামিমের পরিবর্তে লিটন দাসের সাথে দেখা যেতে পারে শান্তকে। ওয়ান ডাউনে থাকবেন সাকিব। কারণ এখানে বরাবরই দারুণ পারফরম্যান্স করছেন তিনি।

চার নম্বরে গতকাল আফগানদের বিপক্ষে ব্যাট করেছিলেন মুমিনুল হক। আজ তার পরিবর্তে সেখানে দেখা যাবে মুশফিকুর রহিমকে। পাঁচ নম্বরে দেখা যেতে পারে মাহমুদুল্লাহ রিয়াদকে। মিডল অর্ডারে দেখা যাবে মোসাদ্দেক ও মিরাজকে। শেষের দিকে থাকবেন মাশরাফি, রুবেল এবং মোস্তাফিজ।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মেহদি হাসান, মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।

(বল মাঠে গড়ানোর পূর্বে দলের প্রয়োজনে আরো পরিবর্তন হতে পারে নাও হতে পারে। )

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ