ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মাশরাফির সমালোচনা করায় ভারতীয় পেসারকে কড়া জবাব নাফিসের


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০১৮, ১০:৪৭ এএম
মাশরাফির সমালোচনা করায় ভারতীয় পেসারকে কড়া জবাব নাফিসের

বাংলাদেশের ওয়ানডে কাপ্তান মাশরাফি বিন মর্তুজাকে নিয়ে সাবেক ভারতীয় পেসার অজিত আগারকারের সমালোচনার কড়া জবাব দিয়েছেন শাহরিয়ার নাফিস।

ক্রিকইনফোর এশিয়া কাপ বিষয়ক আলোচনা অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার দলে থাকার যোগ্যতা প্রসঙ্গে ভিন্ন মত পোষণ করেন ভারতের সাবেক ক্রিকেটার আগারকার।

গতকাল আফগানদের বিপক্ষে শেষের দিকে বাংলাদেশের বোলারদের ছন্নছাড়া পারফরম্যান্সের কারণে চ্যালিঞ্জিং স্কোর দাঁড় করিয়েছে আফগানরা। কাপ্তান মাশরাফির শেষ চার ওভারের বোলিং এই রশিদ খান-গুলবাদিন নাইব মিলে রান নিয়েছেন ৪৫ রান। 

মাশরাফির এমন পারফর্মেন্স দেখে তার দলে থাকা নিয়ে প্রশ্ন তুলে বসেন সাবেক এই ভারতীয় পেসার।

অজিত আগারকার

'এমন পারফরম্যান্স হতাশাজনক, সে দলকে একত্র করে রাখে এবং মেন্টরের ভূমিকা পালন করে। আমি সবসময় বিশ্বাস করে এসেছি, আপনি দলের নেতা হলে আপনাকে অবশ্যই দলের অন্যতম সেরা পারফর্মার হতে হবে।'  

২০১৫ সাল থেকে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের তিন ফর্মেটে নিয়মিত পেসার রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান ও মাশরাফি বিন মর্তুজার মধ্যে সবচেয়ে সফল ও ধারাবাহিক পারফর্মার ৩৪ বছর বয়সী মাশরাফিই। এই সময়টায় ৪৮ ম্যাচ খেলে সর্বোচ্চ ৬৪ উইকেট নিয়েছেন তিনি।

অন্যদিকে, ৩১ ম্যাচ খেলে ৫৮ উইকেট নিয়ে তার পরেই আছেন মুস্তাফিজুর রহমান। ৩৭ ম্যাচে ৪৫ উইকেট নিয়ে রুবেল আছেন তিনে।

আফগানদের বিপক্ষে মাশরাফি প্রথমে বল হাতে আসেননি। তবে প্রায় মাশরাফি প্রথমেই বল হাতে আসেন। এর মানে এ নয়, মাশরাফি নতুন বলে উইকেট নিতে পারেননা। বাস্তবে নতুন কলে উইকেট নেয়ার দিক থেকেও বাকিদের থেকে এগিয়ে মাশরাফি। 

মূলত গতকাল মাশরাফি বোলিং আক্রমণ নিয়ে বেশ পরীক্ষানিরীক্ষা করেছেন। নিয়মিত ইনিংসের শুরুতে বল করলেও আফগানের বিপক্ষে বল করেছেন ডেথ ওভারে, নতুন বলে তরুণ আবু হায়দারকে সুযোগ করে দিয়েছেন তিনি। একই অনুষ্ঠানে শাহরিয়ার নাফিস অজিত আগারকারের মন্তব্যের জবাবে বলেছেন,

'খেলা শুরু হওয়ার পর মাশরাফিকে ফুল হাতা জার্সি পরিহিত অবস্থায় দেখার পরেই বুঝেছিলাম, সে আজ ওপেনিংয়ে বল করবেন না। সে সাধারণত নতুন বলে বল করে এবং ৪০ ওভারের মধ্যেই নিজের কোটা শেষ করে। তবে গতকাল যেহেতু রনির অভিষেক হয়েছিলো তাই হয়ত দেখছেন নতুনরা কেমন করে। এজন্যই তিনি তার অবস্থান পরিবর্তন করেন।’ 

নাফিস আরো বলেন, 'রুবেল, রনিদের দিয়ে বোলিং করিয়েছে। মাশরাফি পরে বল করেছে। আজিতের সাথে আমি একটি পয়েন্টে দ্বিমত পোষণ করব। দীর্ঘ দিন ধরে বাংলাদেশকে যেমন সাফল্য এন দিচ্ছেন মাশরাফি, তেমনি মাঠে দারুণ পারফরম্যান্স করছেন। এমন না যে সে দলের মেন্টর হিসেবেই দলে আছে। পারফর্মেন্স দিয়েই দলে আছে সে।'

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ