ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু গোল্ডকাপে নেই সেই গোলরক্ষক সোহেল


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০১৮, ০৭:২৪ পিএম
বঙ্গবন্ধু গোল্ডকাপে নেই সেই গোলরক্ষক সোহেল

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে নেপালের বিপক্ষে বাংলাদেশের হারের পেছনে গোলরক্ষক শহিদুল আলম সোহেলের শিশুতোষ ভুল বড় ভূমিকা রেখেছিল। সেই ভুলের খেসারত সোহেল দিয়েছেন তীব্র সমালোচনার শিকার হয়ে। ম্যাচ শেষে ভক্তদের কাছে ক্ষমাও চেয়েছিলেন সোহেল।  

বাংলাদেশে আয়োজিত ফুটবলের প্রতিযোগিতামূলক আসরের মধ্যে ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা’ অন্যতম।  সেই আসরকে কেন্দ্র করে ৩১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।  এই তালিকায় দলে রয়েছেন চারজন গোলরক্ষক। তবে, চারজন গোলরক্ষকের মধ্যে নাম নেই সেই শহীদুল আলম সোহেলের।  

পহেলা অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে এই আসর। চলবে আগামী ১২ অক্টোবর পর্যন্ত। এই প্রতিযোগিতায় সর্বমোট ছয়টি দল অংশগ্রহণ করবে। স্বাগতিক বাংলাদেশের পাশাপাশি দলগুলো হলো প্যালেস্টাইন, ফিলিপাইন, লাওস, নেপাল ও তাজিকিস্তান। 

বঙ্গবন্ধু কাপে ‘এ’ গ্রুপে লাওস ও ফিলিপাইনের সঙ্গে খেলবে বাংলাদেশ। অন্য গ্রুপে আছে নেপাল, ফিলিস্তিন ও তাজিকিস্তান। 

২০ তারিখ থেকে ঢাকায় শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। সেদিনই ছুটি কাটিয়ে দেশে ফিরবেন কোচ জেমি ডে ও দুই সহকারী কোচ।

বাংলাদেশ দল: আশরাফুল রানা (গোলরক্ষক), আনিসুর রহমান (গোলরক্ষক), রাসেল মাহমুদ (গোলরক্ষক) ও মাহফুজ হাসান প্রিতম (গোলরক্ষক) ; বিশ্বনাথ ঘোষ (রক্ষণ), টুটুল হোসেন বাদশা (রক্ষণ), তপু বর্মণ (রক্ষণ), ওয়ালি ফয়সাল (রক্ষণ), সুশান্ত ত্রিপুরা (রক্ষণ), রহমত মিয়া (রক্ষণ), নাসিরউদ্দিন চৌধুরী (রক্ষণ), ইয়াসিন খান (রক্ষণ), আরিফুল ইসলাম (রক্ষণ) মামুনুল ইসলাম (মধ্যমাঠ), আতিকুর রহমান ফাহাদ (মধ্যমাঠ), জামাল ভূঁইয়া (মধ্যমাঠ), মাসুক মিয়া জনি (মধ্যমাঠ), বিপলু আহমেদ (মধ্যমাঠ), ইমন মাহমুদ (মধ্যমাঠ) ; রবিউল হাসান (আক্রমণভাগ), জাফর ইকবাল (আক্রমণভাগ), সাদউদ্দিন (আক্রমণভাগ), সোহেল রানা (আক্রমণভাগ), ফয়সাল মাহমুদ (আক্রমণভাগ) ও মোহাম্মদ ইব্রাহিম (আক্রমণভাগ)), মাহবুবুর রহমান সুফিল (আক্রমণভাগ), শাখওয়াত হোসেন রনি (আক্রমণভাগ), নাবিব নেওয়াজ জীবন (আক্রমণভাগ), তৌহিদুল আলম সবুজ (আক্রমণভাগ), মতিন মিয়া (আক্রমণভাগ) ও মোহাম্মদ জাবেদ খান (আক্রমণভাগ)।

গোনিউজ২৪/এএস


 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ