ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ধোনির যোগ্য বিকল্প খুঁজে পেল ভারত


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০১৮, ০৫:৫১ পিএম আপডেট: সেপ্টেম্বর ১৪, ২০১৮, ০৫:৫৭ পিএম
ধোনির যোগ্য বিকল্প খুঁজে পেল ভারত

ওভালে ঋষভের শতরানের পর ওয়াকিবহাল মহলের সিংহভাগই মনে করছেন, ঋষভ ভারতীয় দলের আগামী দিনের সম্পদ। শেওয়াগও তাই মনে করেন। তবে, ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে চলা বিশ্বকাপের জন্য ধোনিই বীরুর প্রথম এবং শেষ পছন্দ।      

মহেন্দ্র সিং ধোনি না ঋষভ পন্থ, ২০১৯ বিশ্বকাপে ভারতীয় দলের উইকেট কিপার হিসেবে কাকে রাখা উচিত? কোনও রকম কোনও সন্দেহ না রেখেই মহেন্দ্র সিং ধোনির উপরই আস্থা রাখলেন বীরেন্দ্র শেওয়াগ। তাঁর মত, তরুণ তুর্কি ঋষভ-কে বিশ্বকাপের প্রাক পর্যায় থেকেই একদিনের দলে শামিল করা হলেও তিনি ধোনির ধারের কাছে আসতে পারবেন না। 

তিন শতাধিক একদিনের আন্তর্জাতিক খেলার অভিজ্ঞতা, তিন তিনটি বিশ্বকাপ দলে থাকা এবং  একটি বিশ্বকাপে দলকে নেতৃত্ব দিয়ে ভারত-কে বিশ্ব চ্যাম্পিয়ন করা ধোনির এই অভিজ্ঞতার ধারের কাছে নেই বিশ্বের অনেক তাবড় ক্রিকেটারই। সেখানে, এখনও আন্তর্জাতিক একদিনের ম্যাচ খেলার অভিজ্ঞতাই হয়নি ঋষভের। নজফগরের নবাব বীরেন্দ্র শেওয়াগের কথায়, 'আমি মনে করি ধোনির ২০১৯ বিশ্বকাপ খেলা উচিত। আমি ব্যক্তিগত ভাবে চাই ধোনি বিশ্বকাপ খেলুক। পন্থ (ঋষভ) - কে এখন থেকেই ওয়ানডে দলে সামিল করলেও বিশ্বকাপ পর্যন্ত ওর ১৫ থেকে ১৬টা ম্যাচের অভিজ্ঞতা হবে। যা তিন শতাধিক ওয়ানডে খেলার অভিজ্ঞতা সম্পূর্ণ ধোনির সঙ্গে তুলনাতেই আসবে না”।

তবে নবাগত তরুণের প্রতিভাকেও খাটো না করলেও ভারতের এই প্রাক্তন ক্রিকেটারের মত, “পন্থের (ঋষভ) ছয় মারার দক্ষতা আছে, তবে ম্যাচ জেতানোর কথা ভাবলে ধোনির বিকল্পই নেই। ধোনি একা হাতে ম্যাচ জিতিয়ে নিয়ে আসতে পারে ”। তিনি মনে করেন,  ঋষভ ধোনির যোগ্য উত্তরাধিকারী। ধোনি অবসর নিলে সেই স্থানে স্থলাভিষেক হোক ঋষভ পন্থের, এটাই চান বীরেন্দ্র শেওয়াগ।

প্রসঙ্গত, ওভালে ঋষভের শতরানের পর ওয়াকিবহাল মহলের সিংহভাগই মনে করছেন, ঋষভ ভারতীয় দলের আগামী দিনের সম্পদ। শেওয়াগও তাই মনে করেন। তবে, ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে চলা বিশ্বকাপের জন্য ধোনিই বীরুর প্রথম এবং শেষ পছন্দ।    

গো নিউজ ২৪/ এ আই  

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ