ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভাতিজার কারণে বেঁচে গেলেন চাচা ইনজামাম


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০১৮, ০৩:২২ পিএম আপডেট: সেপ্টেম্বর ১৪, ২০১৮, ০৩:২৭ পিএম
ভাতিজার কারণে বেঁচে গেলেন চাচা ইনজামাম

পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের বর্তমান প্রধান নির্বাচক ইনজাম-উল হক। আর জাতীয় দলের হয়ে খেলছেন ভাতিজা ইমাম-উল হক। জাতীয় দলে ডাক পাওয়ার পর চাউর হচ্ছে চাচার কারণেই জাতীয় দলে সুযোাগ পেয়েছেন তরুণ ইমাম। তাই আলাদা চাপ কাজ করতো ইমামের মাথায়। তবে সমালোচনা তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন! সমালোচনার জবাব দিয়েছেন বিধ্বংসী ব্যাটিংয়ের মাধ্যমে। অভিষিক্ত ম্যাচে সমালোচকদের বাউন্ডারি, ওভার বাউন্ডারি হাঁকিয়ে তুলে নিয়েছেন কাঁটায় কাঁটায় ১০০। অর্থাৎ ক্যারিয়ারের শুরুর প্রথম ম্যাচে দেখা মিলর সেঞ্চুরির। আর তাতে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেলনে চাচা ইনজামাম-উল হক।

যদি কোনো কারণে খারাপ পারফর্ম করতেন ইমাম তাহলে ব্যপক সমালোচনার মুখে পড়তে হতো পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটারকে। হয়ত পাকিস্তানের প্রদান নির্বাচকের পদও হারাতে হতো তাকে।

জাতীয় দলে ফিরে সমালোচকদের শতর্ক সংকেত দিলেন ইমাম। দারুণসব পারফরশ্যান্স করে সামালোচনাকারীদের জানান দিলেন, ভাতিজা হিসেবে নয়, যোগ্যতার বলেই সুযোগ পেযয়েছি জাতীয় দলে। 

বিশেষ করে ওয়ানডে সংস্করণে ইমামের পারফরম্যান্স চোখ কপালে উঠার মত। এ পর্যন্ত ৯ ম্যাচে ৪ সেঞ্চুরিসহ গড় ৬৮! দীর্ঘ দিন ধরে ওপেনার সমস্যাতে ভুগতে থাকা পাকিস্তানের অন্যতম ওপেনার এখন ২২ বছরের এই তরণ। এশিয়া কাপের সংবাদ সম্মেলনেও ঘুরে ফিরে উঠে এসেছে সেই ইনজামামেরই প্রসঙ্গ। তাই আসন্ন এশিয়া কাপেও ইমাম-উল-হক হতে পারেন পাকিস্তানের অন্যতম ট্রাম্পকার্ড।

উল্লেখ্য, ২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ইমামের। 

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ