ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশি ৭ বোলারের যত হ্যাটট্রিক


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: আগস্ট ২৯, ২০১৮, ০৯:০৭ পিএম
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশি ৭ বোলারের যত হ্যাটট্রিক

আন্তর্জাতিক ক্রিকেটের দুই ফরম্যাট টেস্ট ও ওয়ানডেতে এখনো পর্যন্ত হ্যাটট্রিক করার গৌরব অর্জন করেছেন বাংলাদেশের মোট সাত বোলার। যার মধ্যে দু'জন টেস্ট ক্রিকেটে আর বাকি পাঁচজন একদিনের আন্তর্জাতিক ম্যাচ অর্থাৎ ওয়ানডেতে নিজেদের নামের পাশে যুক্ত করতে সক্ষম হয়েছেন অনন্য এ অর্জনটি।

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের প্রথম হ্যাটট্রিক-

আজ থেকে ঠিক ১৫ বছর আগে আজকের দিনে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো হ্যাট-ট্রিক অর্জনের স্বাদ পায় বাংলাদেশ। সাদা পোশাকের লড়াইয়ে পাকিস্তানের পেশওয়ারে স্বাগতিকদের বিপক্ষে অলক কাপালির হাত ধরে অভিনব এ অর্জনের দেখা পায় বাংলাদেশ। স্বাগতিকদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে পরপর তিন বলে শাব্বির রহমান, দীনেশ ক্যানেরিয়া ও উমর গুলকে আউট করে রেকর্ড বইয়ে প্রথম বাংলাদেশি হিসেবে হ্যাট-ট্রিক অর্জন করার খাতায় নাম লেখান তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের বাকি হ্যাটট্রিকগুলো-

 ২০০৩ সালের ২৯ আগস্ট অলক কাপালির প্রথম হ্যাট-ট্রিকের তিন বছর পর ২০০৬ সালের জিম্বাবুয়ে সফরে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো এ কৃতিত্ব গড়েন পেসার শাহাদাত হোসেন। ২১তম বোলার হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তার এমন অর্জনের চার বছর পর ২০১০ সালের ৪ ডিসেম্বর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে একই প্রতিপক্ষের বিপক্ষে হ্যাট-ট্রিক অর্জন করেন স্পিনার আব্দুর রাজ্জাক।

ওয়ানডেতে টানা দুই দেশি বোলারের এমন কীর্তি গড়ার পর ২০১৩ সালে কাপালির পর দ্বিতীয় বোলার হিসেবে টেস্টে হ্যাট-ট্রিক অর্জন করেন সোহাগ গাজী। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে এ কীর্তি গড়েন তিনি।

চট্টগ্রামে গাজীর এমন অর্জনের পর একই বছরের একই মাসে ওয়ানডেতে ওই কিউইদের বিপক্ষেই ঢাকায় হ্যাট-ট্রিক করেন পেসার রুবেল হোসেন। এর এক বছর পর রীতিমত বিশ্বরেকর্ড গড়ে চতুর্থ বোলার হিসেবে সতীর্থদের সাথে এ ক্লাবে নাম লেখান স্পিনার তাইজুল ইসলাম।

২০১৪ সালের পহেলা ডিসেম্বর অভিষেক ওয়ানডেতে প্রথম বোলার হিসেবে হ্যাট-ট্রিক করে রীতিমত সবাইকে তাক লাগিয়ে দেন তিনি।  জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে দুর্লভ এ অর্জনের দেখা পান তিনি। চতুর্থ বোলার হিসেবে তাইজুলের এ অর্জনের পর পঞ্চম বাংলাদেশি ও তৃতীয় পেসার হিসেবে ২০১৭ সালে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে তাদেরই ঘরের মাঠে সবশেষ বাংলাদেশি বোলার হিসেবে এ তালিকায় নিজের নাম যুক্ত করেন তাসকিন আহমেদ।

এক নজরে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশি বোলারদের যত হ্যাটট্রিক-

টেস্ট ক্রিকেট-
অলক কাপালি বনাম পাকিস্তান, ২০০৩ সাল।
সোহাগ গাজী বনাম নিউজিল্যান্ড, ২০১৩ সাল।

ওয়ানডে ক্রিকেট-
শাহাদাত হোসেন বনাম জিম্বাবুয়ে, ২০০৬ সাল।
আব্দুর রাজ্জাক বনাম জিম্বাবুয়ে, ২০১০ সাল।
রুবেল হোসেন বনাম নিউজিল্যান্ড, ২০১৩ সাল।
তাইজুল ইসলাম বনাম জিম্বাবুয়ে, ২০১৪ সাল।
তাসকিন আহমেদ বনাম শ্রীলঙ্কা, ২০১৭ সাল।-বিডি ক্রিকটাইম
গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ