ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কোহলির বুকে ছুরি বসালেন আদিল রশিদ!


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: আগস্ট ১৮, ২০১৮, ১০:৫৯ পিএম আপডেট: আগস্ট ১৯, ২০১৮, ০২:১৫ পিএম
কোহলির বুকে ছুরি বসালেন আদিল রশিদ!

দশ বছর! দশ বছর আগে শনিবার (১৮ আগস্ট) শ্রীলঙ্কার বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল বিরাট কোহলির। সেদিনের সেই কুড়ি বছরের বিরাট আজ তিন ফর্ম্যাটে ভারতীয় দলের অধিনায়ক। আন্তর্জাতিকে তিন ফর্ম্যাট মিলিয়ে ১৭ হাজারের বেশি রান তুলেছেন।

গতকাল দশ বছর পূর্তির দিনে নামছেন ইংল্যান্ডের বিরুদ্ধে। সেটাও সিরিজ টেস্ট রক্ষার লড়াইয়ে। ভারতীয় ক্রিকেটের নয়া গ্ল্যাডিয়েটরকে শুভচ্ছা জানাচ্ছেন ভক্তরা। সেই শুভচ্ছার কতটুকুই বা এখন উপভোগ করতে পারছেন বিরাট। দশ বছর পূর্তির দিনে কোহলি যে এখন চাপের প্রেসারকুকারে।

অধিনায়ক কোহলির নেতৃত্ব ইতিমধ্যেই ইংল্যান্ডের মাটিতে প্রথম দুই টেস্টে হেরে বসেছে ভারতীয় দল। ক্যাপ্টেনের ব্যাটে রান এলেও দলের দুর্দশায় ক্যাপ্টেনের মনসংযোগ নড়তে বাধ্য। ক্রিকেট দুনিয়ায় কোহলির এক নম্বর টেস্ট দলকে নিয়েও শুরু হয়েছে তুমূল সমালোচনা। আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের দশ বছরে চাপ কী জিনিস সেটা কোনও দিনই বুঝতে দেননি কোহলি। তার ব্যাটেই হারের মুখ থেকে একাধিকবার মাথা তুলে দাঁড়িয়েছে ভারতীয় দল।

গতকাল মাঠে নামার আগে ভক্তরা তাকিয়ে আছেন আজও কি কিছু করতে পারবে তাদের প্রিয় ক্যাপ্টেন? ভক্তদের হতাশ করেননি কোহলি। আজ ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্যারিয়ারের ৪৯তম ফিফটি তুলে নিলেন ভারতীয় দলনেতা। এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির দিকে। কিন্তু বাধা হয়ে দাঁড়ান ইংলিশ ম্পিনার। আদিল রশিদের স্পিন বিষে নীল হয়ে যায় কোহলির ক্যারিয়ারের গর্বিত দশ বছর। ৯৭ রানে রশিদের বলে স্টোকের হাতে ক্যাচ দিয়ে কাঁটা পড়েন বিরাট। সেঞ্চুরি হলে দশ বছর পূর্তিটা বেশ ভালো হতো বিরাটরে। পারলেন না রশিদের কারণে। 

প্রথমদিন শেষে ভারতের সংগ্রহ ৩০৭/৬। আজ দ্বিতীয় দিন বাংলাদেশ সময় বিকাল চারটায় ব্যাট করতে নামবে ভারত।

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ