ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভারতকে ভারতের মাটিতে হারাতে চাই: ইমরান খান


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: আগস্ট ১৮, ২০১৮, ০৯:৫৩ পিএম আপডেট: আগস্ট ১৮, ২০১৮, ০৯:৫৫ পিএম
ভারতকে ভারতের মাটিতে হারাতে চাই: ইমরান খান

বাইশ গজের লড়াইয়ে দু’জন একে অপরের প্রতিপক্ষ হলেও আদতে দু’দেশের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সুনীল গাভাস্কার ও ইমরান খান ভালো বন্ধুও। শনিবার (১৮ আগস্ট) সকালেই ২২তম পাক প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন ইমরান খান। বিশ্বের প্রথম কোনও ক্রিকেটার হিসেবে প্রধানমন্ত্রী হয়ে নজির গড়লেন বিশ্বকাপ জয়ী পাক অধিনায়ক।

প্রধানমন্ত্রী পদে শপথ অনুষ্ঠানের দিনেই বন্ধু ইমরানের চ্যালেঞ্জের স্মৃতিচারণ করেন গাভাস্কার। দেশের প্রথমসারির এক সংবাদপত্রে গাভাস্কার নিজের কলামে ৩২ বছর আগের ঘটনা তুলে ধরেন প্রাক্তন ভারতীয় ওপেনার। ১৯৮৬ ইংল্যান্ড সফরে গিয়েছিল ভারত। সে সময় লন্ডনে একই সঙ্গে লাঞ্চ করছিলেন ইমরান ও গাভাস্কার। সে সময় ইমরানকে গাভাস্কারক জানিয়েছিলেন, চলতি ইংল্যান্ড সফরের পরই তিনি অবসর নিতে চলেছেন। যার উত্তরে ইমরান বলেছিলেন, ‘তুমি এখন অবসর নিও না। আগামী বছরেই পাকিস্তান ভারত সফরে আসছে। আমি ভারতকে ভারতের মাটিতে হারাতে চাই। আর সেই দলে তুমি না-থাকলে, সেটা ঠিক হবে না। বরং শেষবার আমরা একে অপরের বিরুদ্ধে লড়াইয়ে নামি।’

ইমরানের প্রস্তাবে সায় দিয়ে অবসর বিলম্বিত করেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। তবে ইমরানকে গাভাস্কার বলেছিলেন, ভারত-ইংল্যান্ড সিরিজের শেষ টেস্টের আগে পাকিস্তানের ভারত সফর ঘোষিত না-হলে আমি কিন্তু অবসরের সিদ্ধান্ত থেকে সরছি না।’ তবে শেষ পর্যন্ত ভারত-পাক সিরিজের পরই বাইশ গজকে বিদায় জানিয়েছিলেন গাভাস্কর। শুধু তাই নয়, চ্যালেঞ্জ জিতেছিলেন ইমরান। ভারতের মাটিতে ভারতকে হারিয়ে টেস্ট সিরিজ জিতেছিল পাকিস্তান। প্রথম দু’টি টেস্ট ড্র হলেও শেষ টেস্ট জিতে সিরিজ পকেটে পুরেছিল ইমরান খান।

এছাড়াও ১৯৯২ বিশ্বকাপ জয়ী পাক অধিনায়কের দূরদর্শীতার প্রশংসা করেন সাবেক ভারতীয় কাপ্তান। প্রাক্তন ভারতীয় ওপেনারের মতে, ১৯৯২ বিশ্বকাপকে ভিশন করেছিল ইমরান। টুর্নামেন্টে খারাপ শুরু করেও চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। দেশকে প্রথমবার বিশ্বকাপের স্বাদ এনে দিয়েছিলেন ইমরান। 

এবার প্রধানমন্ত্রী ইমরান সম্পর্কে গাভাস্করের বক্তব্য, ‘ইমরান হল এমন একজন পাক প্রধানমন্ত্রী, যে আগে সাধারণ নাগরিক হিসেবে ভারতে এসেছে। শুধুমাত্র সমাজের উঁচুশ্রেণির লোকের সঙ্গে নয়, সাধারণ মানুষ এবং তার ফ্যানের সঙ্গে পরিচয় রয়েছে ইমরানের। আমার মনে হয়, ভারতীয় নাগরিকরাও ইমরানকে সফল প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। আশা করব ইমরানের হাত ধরে নতুন বন্ধুত্বের সূচনা হবে।’

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ