ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এশিয়া কাপ নিয়ে বিতর্কের কারণ


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: আগস্ট ১৮, ২০১৮, ০৭:৩৩ পিএম
এশিয়া কাপ নিয়ে বিতর্কের কারণ

ভারত নয়, শেষ পর্যন্ত সরকারিভাবে এশিয়া কাপ ক্রিকেট আয়োজনের দায়িত্ব নিচ্ছে আরব আমিরাত ক্রিকেট বোর্ড। ভারতীয় বোর্ডই সেই অধিকার তুলে দিল আমিরাতের হাতে। কারণ একটাই। ভারতের ক্রিকেটাররা পাকিস্তান যায় না। তাই পাকিস্তানের ক্রিকেটাররাও ভারতে এসে খেলবেন না।

এর অর্থ, সেপ্টেম্বরে ভারতীয় বোর্ডের হয়ে এশিয়া কাপ আয়োজন করতে চলেছে আমিরাত। এক সময় যে দেশে দল পাঠানো বন্ধ করে দিয়েছিল ভারত, সেই দেশকেই এবার তাদের সম্মান বাঁচানোর জন্য বেছে নেওয়া হল। শুক্রবার সরকারি ভাবে এই ঘোষণা করেন বোর্ডের ভারপ্রাপ্ত সচিব অমিতাভ চৌধুরি। তিনি জানিয়ে দেন, ‘এবার এশিয়া কাপ ভারতীয় বোর্ডের হয়ে আয়োজন করবে আরব আমিরাত।’


যেহেতু বোর্ড অন্য দেশে এই প্রতিযোগিতার আয়োজন করতে চলেছে, তাই শোনা যাচ্ছে বিদেশি মুদ্রায় লেনদেন নিয়ে দ্বিমত দেখা দিয়েছে বোর্ডকর্তা ও কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর্সের (সিওএ) মধ্যে। এক সিনিয়র বোর্ডকর্তার মতে, ২০০৯-এ দক্ষিণ আফ্রিকায় আইপিএল আয়োজনে বিদেশি মুদ্রা লেনদেন সংক্রান্ত আইন ভাঙার যে অভিযোগ উঠেছিল বোর্ডের বিরুদ্ধে, সেই অভিযোগ ফের উঠতে পারে। 

এছাড়াও এশিয়ান ক্রিকেট কাউন্সিল যেখানে আড়াই কোটি ডলার দিচ্ছে এই প্রতিযোগিতা আয়োজনের জন্য, সেখানে আমিরাতে হওয়ায় সেই খরচ অনেক বাড়বে বলে বিশেষজ্ঞদের ধারণা। তাছাড়া প্রতিযোগিতার লভ্যাংশ কী ভাবে ভাগাভাগি হবে, তাও পরিষ্কার বলা নেই বোর্ডের প্রেস বিজ্ঞপ্তিতে।   

১৫ থেকে ২৮ সেপ্টেম্বর ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ ছাড়া এই প্রতিযোগিতায় খেলবে আফগানিস্তান। বাছাই পর্ব খেলে উঠে আসবে আরও একটি দল। এই বছরের শুরুতেই অবশ্য ঠিক হয়ে গিয়েছিল এশিয়া কাপ আমিরাতেই হবে।

গোনিউজ২৪/এএস
 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ