ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

এই দিনে বিশ্বরেকর্ড ম্লান হয়েছিল তামিমের ব্যাটে


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: আগস্ট ১৬, ২০১৮, ০১:২৪ পিএম আপডেট: আগস্ট ১৬, ২০১৮, ০৭:২৪ এএম
এই দিনে বিশ্বরেকর্ড ম্লান হয়েছিল তামিমের ব্যাটে

সময়টা ২০০৯ সালের ১৬ আগস্ট। বাংলাদেশ তখনো ক্রিকেট দুনিয়ায় উঠতি শক্তি। নিয়মিত জিম্বাবুয়ের মতো দলের সাথে সিরিজ খেলত। জিম্বাবুয়ে ছিল তামিম-সাকিবদের চিরপ্রতিদ্বন্দ্বী। সেবার পাঁচ ম্যাচ সিরিজের ৪র্থ ম্যাচে জিতলেই সিরিজ নিশ্চিত হারলে সমতায় ফিরবে জিম্বাবুয়ে। এমন ম্যাচে প্রথমে ব্যাট করে ৩১৩ রানের পাহাড়সম স্কোর দাঁড় করায় জিম্বাবুয়ে। 

জিম্বাবুয়ের চার্লস কভেন্ট্রি তিন নাম্বারে নেমে নাম লেখান পাকিস্তানি সাঈদ আনোয়ারের পাশে। তার ১৯৪ রানের ইনিংসটি তখন ছিলো যুগ্মভাবে বিশ্বের সেরা ওডিআই ইনিংস। কভেন্ট্রির বিশ্বরেকর্ড গড়া সেই ইনিংসে বাংলাদেশের জয় কল্পনা করা ছিল মরূভূমির মরিচিকার মতো। কারণ এর আগে কখনো দ্বিতীয় ইনিংসে তিনশ করার কীর্তি ছিল না টাইগারদের। 

কিন্তু বাংলাদেশেও ছিলেন একজন কভেন্ট্রি।যিনি একাই বাংলাদেশেকে ম্যাচ জেতাতে সক্ষম। তখনকার তামিম ছিল আরো বেশি আক্রমণাত্মক। ২০ বছর বয়সী তামিম সেদিন খেলেন দায়িত্বশীল এক ইনিংস। প্রথম বাংলাদেশি হিসেবে তামিম সেদিন খেলেন দেড়শ রানের ইনিংস। এখন পর্যন্ত তামিমের ১৩৮ বলে ১৫৪ রানের ইনিংসটিই যে কোন বাংলাদেশির পক্ষে ওডিআইতে সর্বোচ্চ স্কোর। 

ম্যাচ জেতানো তামিম সবার মধ্যমনি

বাউন্ডারি নির্ভর ক্রিকেট খেলতে স্বচ্ছন্দ তামিম খেলেন পুরোপুরি পরিণত এক ইনিংস। তার ১৫৪ রানের ইনিংসে মাত্র ৭টি চার ও ৬টি ছক্কা ছিল। আউট হন জয়ের একদম কাছে গিয়ে। শেষ পর্যন্ত ১৩ বলে হাতে রেখে ৪ উইকেটে জয় পায় বাংলাদেশ। কভেন্ট্রির ১৯৪ রানের রেকর্ড ইনিংস ম্লান হয়ে যায় তামিমের ১৫৪ রানের দায়িত্বশীল ইনিংসের কাছে। 

সেই তামিম আজ অনেক পরিণত। দেশের সেরা ব্যাটসম্যান, বিশ্বের অন্যতম সেরা ওপেনার। নামের পাশে এখন ১১টি সেঞ্চুরি। কিন্তু কালের বিবর্তনে হারিয়ে গেছে ‘ঝড়ে বক মারা’ কভেন্ট্রি।  

গোনিউজ২৪/টিআই 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ