ঢাকা শনিবার, ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

রোনালদোকে নিয়ে একটি স্বপ্ন দেখি: জুভেন্টাস কোচ


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: আগস্ট ১৫, ২০১৮, ০৪:৪৯ পিএম আপডেট: আগস্ট ১৫, ২০১৮, ০৪:৫৯ পিএম
রোনালদোকে নিয়ে একটি স্বপ্ন দেখি: জুভেন্টাস কোচ

নতুন ক্লাব জুভেন্টাসের জার্সি গায়ে প্রথম গোল পেতে মাত্র ৮ মিনিট লেগেছে ক্রিস্টিয়ানো রোনালদোর। জুভের জার্সি গায়ে ঝলক দেখাতে শুরু করে দিয়েছেন সিআর সেভেন। সেই ক্রিস্টিয়ানো রোনালদোকে সঙ্গে নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিততে জুভেন্টাস এখন আরও বেশি প্রতিজ্ঞাবদ্ধ বলে মনে করেন কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি।

রিয়াল মাদ্রিদের হয়ে নয় বছরের ক্যারিয়ারে ইতি টেনে গত মাসেই ১১ কোটি ২০ লক্ষ ইউরো ট্রান্সফার ফিতে জুভেন্টাসে যোগ দেন পর্তুগাল তারকা। রিয়ালের হয়ে গত পাঁচ মৌসুমে চারবার চ্যাম্পিয়ন্স লিগ জেতেন রোনালদো। এর মধ্যে ২০১৭ সালের ফাইনালে জুভেন্টাসের বিরুদ্ধে ৪-১ গোলে জেতে রিয়াল। সেবার ফাইনালে জোড়া গোল করেছিলেন তিনি। তিন মরশুমের মধ্যে সেটি ছিল ইউরোপ সেরার প্রতিযোগিতায় জুভেন্তাসের দ্বিতীয় ফাইনাল। ২০১৫ সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে আর এক স্প্যানিশ দল বার্সেলোনার কাছে ৩-১ গোলে হেরেছিল জুভেন্টাস।

রোনালদোর মতো বিশ্বের অন্যতম সেরা ফুটবলার পাওয়ায় অ্যালেগ্রির আশা, ২০১৮-১৯ মৌসুমে জুভেন্টাস, ১৯৯৬ সালের পর আবার ইউরোপ সেরার আসরে চ্যাম্পিয়ন হবে। স্কাই স্পোর্টস ইতালিয়াকে এক সাক্ষাত্কারে জুভেন্টাস কোচ বলেন, ‘স্বাভাবিকভাবেই, আগের বছরগুলোর তুলনায় এবার আমাদের চ্যাম্পিয়ন্স লিগ জয়ের আশা অনেক বেশি, যেমনটা আমরা চাই স্কুদেত্তো, কোপা ইতালিয়া ও সুপার কোপা ইতালিয়ানার ক্ষেত্রেও।’

সেই সঙ্গে জুভেন্টাস কোচ আরও বলেন, ‘সব কিছুর ওপরে রোনালদো আন্তর্জাতিক পর্যায়ে অভিজ্ঞতা নিয়ে এসেছে। আর সে তরুণদের জন্য লক্ষ্য স্থির করতে বাড়তি অনুপ্রেরণা। কোনও কিছু না করে আপনি পাঁচটি ব্যালন ডি'অর জিততে পারেন না। আপনি দেখতে পারেন এই পর্যায়ে পৌঁছাতে সে কত কঠিন পরিশ্রম করে।রিয়াল মাদ্রিদ গত পাঁচ বছরে চারবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে। তারা কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে এটা করেছে। আমাদেরও কাজ করতে হবে আর এই প্রথমবার সত্যিকার অর্থে আমি দেখেছি, পুরো দলটা এক হয়ে খেলছে। এমন পরিস্থিতিতে রোনালদোকে নিয়েই শিরোপা জয়ের স্বপ্ন দেখছি।’

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ