ঢাকা শনিবার, ১৮ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

‘৫-০ ব্যবধানে হারবে ভারত’


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: আগস্ট ১৫, ২০১৮, ০৪:১৪ পিএম আপডেট: আগস্ট ১৫, ২০১৮, ০৪:১৫ পিএম
‘৫-০ ব্যবধানে হারবে ভারত’

ইংল্যান্ডে মোটেও স্বস্তিতে নেই ভারত। বিশেষ করে দায়িত্বশীল ব্যাটসম্যান-বোলারদের আত্মহুতিতে বেশ চিন্তিত দেশটির ক্রিকেট বোর্ড। এক কোহলি ছাড়া দলের বাদবাকি কোন ব্যাটসম্যানই রানের দেখা পাচ্ছে না। আর এ নিয়ে বিসিসিআইয়ের কাঠ গড়ায় দাঁড়াতে হচ্ছে তাদের।

এজবাস্টনে সিরিজের প্রথম টেস্টে কোহলি একাই লড়েছেন দলের জন্য। এরপর অভিজাত লর্ডস টেস্টে (দ্বিতীয়) তিনি রান করতে ব্যর্থ হলে ইনিংস হারের লজ্জায় পড়ে যায় ভারত। আর এতে ভারতীয় ফ্যানদের মতো দুঃশ্চিন্তায় দেশটির সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী।

আরো পড়ুন: কোহলিদের হারের ময়নাতদন্তে শনাক্ত ৪ কারণ 

ভারতীয় টিভি চ্যানেলে এক টকশোতে সাবেক এই ক্রিকেটার বলেন, ‘তারা যদি এভাবেই খেলতে থাকে তাহলে আমি নিশ্চিত ৫-০ ব্যবধানে সিরিজ হেরে যাবে। অথচ টি-টোয়েন্টি সিরিজের পর আমরা সবাই ভেবেছিলাম এবারের টেস্ট সিরিজে ভালো করবে ভারত। এমনকি দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ জেতার পরেও ভেবেছিলাম ঘরের বাইরে বারবার হেরে যাওয়ার ধারা হয়তো শেষ হতে যাচ্ছে। কিন্তু লর্ডস টেস্টে লজ্জাজনক পারফরম্যান্সের পর খুবই খারাপ লাগছে।’

এসময় অভিজাত লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে স্বদেশী ক্রিকেটারদের হতাশাজনক পারফরম্যান্সের ব্যাখ্যায় গাঙ্গুলি বলেন, ‘এমন অনেক ক্রিকেটার আছে যারা নিজেদের পুরো ক্যারিয়ারেই লর্ডসে খেলার সুযোগ পায় না। সেখানে ভারতীয় ক্রিকেট দল ৮০ ওভারের মধ্যে ২ বার অলআউট হয়ে গেল।  হার-জিত খেলারই অংশ। কিন্তু মাঠে প্রতিদ্বন্দ্বিতা তো থাকতে হবে। প্রথম দুই ম্যাচে ভারতের খেলায় আমি সেটার ছিটেফোঁটাও দেখিনি।’

গোনিউজ২৪/এআর
 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ