ঢাকা শনিবার, ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

ব্যাটে-বলে সিপিএলে রাসেলের অনন্য কীর্তি


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: আগস্ট ১১, ২০১৮, ১১:৪৮ এএম
ব্যাটে-বলে সিপিএলে রাসেলের অনন্য কীর্তি

একদিনেই সিপিএলের কয়েকটি রেকর্ড নিজের দখলে নিলেন ক্যারিবীয়ন অলরাউন্ডার আন্দ্রে রাসেল। দুর্দান্ত ক্যাচ, শেষ ওভারে হ্যাটট্রিক, ৪৯ বলে ১২১ রানের বিস্ফোরক ইনিংস খেলে সফলভাবে ২২৪ রান টপকানো। সিপিএলে অধিনায়কত্বের অভিষেকটা এর চেয়ে স্মরণীয় আর হতে পারত না!

ক্যারিবীয়ন প্রিমিয়ার লিগের প্রথম কোন ক্রিকেটার হিসেবে এক ম্যাচে হ্যাটট্রিক ও সেঞ্চুরি করার কীর্তি গড়েন রাসেল। শুধু সিপিএলে নয় সব মিলিয়ে টি-২০ ক্রিকেটে এর আগে এমন রেকর্ড করতে পারেনি কেউই। সেদিক থেকে রেকর্ড বুকে নতুন সংযোজন রাসলে। করেছেন ৪০ বলে সেঞ্চুরি। যা সিপিএলের সবচেয়ে দ্রুততম। শুধু সেঞ্চুরি ও হ্যাটট্রিক দিয়ে রাসেলের কীর্তি বিচার যাবে না।

ম্যাচের যে পরিস্থিতিতে তিনি সেঞ্চুরি করেছেন তাতে তার ইনিংসের কৃতিত্ব আরো বাড়িয়ে দেয়। ২২৪ রানের লক্ষ্যে খেলতে নেমে তার দলের প্রথম ৫ ব্যাটসম্যান সাজঘরে ফিরে মাত্র ৪১ রানে। এমন পরিস্থিতিতে তিনি খেলেন ৪৯ বলে ১২১ রানের অতিমানবীয় ইনিংস। তার ইনিংসটি সাজানো ছিল ১৩টি ছক্কা ও ৬ টি চারের সাহায্যে। 

৬ষ্ঠ উইকেট জুটিতে রাসেল ও লুইস ৭৩ বলে করেন ১৬১ রানের পার্টনারশিপ। এর আগে টি-টোয়েন্টি ক্রিকেটে ৬ষ্ঠ উইকেটে ১২৬ রানের জুটি গড়েন ক্যালাম ম্যাকলিয়ড ও জন হাস্টিংয়ের।২০১৪ সালে ইংল্যান্ডের টি-২০ ব্লাস্টে এই ঘটনা ঘটে। 

উল্লেখ্য, ম্যাচটিতে আন্দ্রে রাসেলের দল ৩ বল হাতে রেখে ৪ উইকেটে জয় পায়।   

গোনিউজ২৪/টিআই
 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ