ঢাকা শনিবার, ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

১৩ ছক্কায় রাসেলের ঝোড়ো সেঞ্চুরিতে চ্যাম্পিয়নদের হারালো জ্যামাইকা


গো নিউজ২৪ | তারিকুল প্রকাশিত: আগস্ট ১১, ২০১৮, ১১:১৫ এএম
১৩ ছক্কায় রাসেলের ঝোড়ো সেঞ্চুরিতে চ্যাম্পিয়নদের হারালো জ্যামাইকা

ক্রিস লিন, ব্রেন্ডন ম্যাককালাম, কোলিন মুনরোদের ঝোড়ো ইংনিংসে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ত্রিনিবাগো নাইট রাইডার্স আগে ব্যাট করে ২২৩ রান সংগ্রহ করে। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৬ রানে চার টপ অর্ডারকে হারায় জ্যামাইকা তালাওয়াশ। দলীয় ৪১ রানের মাথায় পঞ্চম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফিরেন ওপেনার জনসন চার্লস। জয়টা তখন জ্যামাইকার জন্য এভারেস্ট চূড়ায়।

কিন্তু আন্দ্রে রাসেল সেই এভারেস্ট জয় করলেন। কারনার লুইসকে নিয়ে গড়েন ১৬১ রানের বিশাল পার্টনারশিপ। লুইস ৩৫ বলে ৫১ রান করে ফিরলেও দলকে জিতেই মাঠ ছাড়েন অধিনায়ক রাসেল। মাত্র ৪৯ বলে ১৩ ছক্কা ও ৬ চারে খেলেন ১২১ রানের এক অতিমানবীয় ইনিংস।পোর্ট অব স্পেনে বিস্ফোরক রাসেলের সামনে পাত্তাই পায়নি টি-টোয়েন্টির স্পেশালিস্ট বোলার সুনিল নারিন ও ডোয়াইন ব্রাভোরা। 

ক্যারিবীয় অলরাউন্ডারের অতিমানবীয় ইনিংসে ভর করে ৩ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় জ্যামাইকা তালাওয়াশ। ম্যাচ সেরার পুরস্কার পায় আন্দ্রে রাসেল। 

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরটা খুব বেশি ভালো হয়নি ত্রিনিবাগো নাইট রাইডার্সের। দলীয় ১০ রানে নারিন ফিরে গেলও আইপিএলের সতীর্থ ক্রিস লিন ও কোলিন মুনরো জ্যামাইকার বোলারদের অপেক্ষায় রেখে তাণ্ডব চালাতে থাকে। তাদের জুটি ৯৮ রানের জুটি ভাঙে ২৭ বলে ৪৬ রান করে লিনের বিদায়ে। 

লিন বিদায় নিলে উইকেটে আসে টি-২০ ক্রিকেটের ফেরিওয়ালা ব্রেন্ডন ম্যাককালাম। মুনরো-ম্যাককালাম জুটি থেকে আসে মাত্র ২২ রান। ৪২ বলে ৬১ রান করে মুনরো ফিরে গেলে শুরু হয় ম্যাককালাম ঝড়। ব্রাভো ভাইদের ছোটজনকে নিয়ে পুরনো রূপে ফিরে আইপিএলের প্রথম সেঞ্চুরিয়ান। ৪ ছক্কা ও ৫ চারে মাত্র ২৭ বলে ৫৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন ম্যাককালাম। এছাড়া ড্যারেন ব্রাভোর ১৬ বলে ২৯ রানে ভর করে ২২৩ রানের পাহাড়সম সংগ্রহ পায় ত্রিনিবাগো নাইট রাইডার্স। 

গোনিউজ২৪/টিআই
 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ