ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

‘রিয়ালেই ইতি টানবেন নেইমার’


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: আগস্ট ৯, ২০১৮, ০৩:৫৫ পিএম আপডেট: আগস্ট ৯, ২০১৮, ১০:০২ এএম
‘রিয়ালেই ইতি টানবেন নেইমার’

মেসি-সুয়ারেজের গণ্ডি থেকে বের হয়ে নিজেকে ভিন্নভাবে চেনাতে গতবছর বার্সেলোনা ছেড়েছিলেন নেইমার জুনিয়র। প্রাথমিকভাবে ২২২ মিলিয়ন ইউরোতে পিএসজিতে যোগ দিলেও ব্রাজিল তারকার মূল টার্গেট ছিল রিয়াল মাদ্রিদ। যা ট্রান্সফারের কিছুদিনের মধ্যে সুস্পষ্ট হয়। 

নেইমারের পিএসজি যাত্রার পর রোনালদোর পরিবর্তে তাকে টানতে জোর প্রচেষ্টা চালায় রিয়াল কোচ পেরেজ। বিশেষ দিনে টেক্সট ছাড়াও নেইমারের বাবার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন তিনি। কিন্তু সম্প্রতি রোনালদোর বিদায়ের পর রিয়াল থেকে চিঠি আসে, ‘নেইমার, আপাতত তোমাকে নিয়ে চিন্তা নেই আমাদের।’ এরপর চিঠির বিপরীতে উল্টো বক্তব্য দেন ব্রাজিল সুপারস্টারও। বলেন, ‘এই মুহুর্তে আমারও ইচ্ছা নাই রিয়াল যাওয়ার। পিএসজিতেই থাকতে আমার পছন্দ।’ 

তবে ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী তারকা রিভালদো এখনো আশাবাদী নেইমার একদিন রিয়ালের হয়ে খেলবেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এই মুহূর্তে নেইমার পিএসজিতেই থাকবে। কিন্তু যত কথা শুনেছি, আমার মনে হয় সে একদিন রিয়ালের হয়েই ক্যারিয়ার শেষ করবে।’

রিভালদো নতুন মৌসুমে নেইমারকে পিএসজিতে দেখলেও দলবদলের বাজার নিয়ে তিনি ঠিক নিশ্চিত নন। কখন কী ঘটে যায়! নেইমারের ক্ষেত্রেও সম্ভাবনাটা উড়িয়ে দিচ্ছেন না তিনি, ‘এটা স্পষ্টত যে নেইমার এক বছর পিএসজিতেই থাকছে। কিন্তু দলবদলের বাজারটা এমন যে আগামীকাল কী ঘটবে তা কেউ নিশ্চিত করে বলতে পারে না। তাই দলবদলের বাজারের পর্দা না নামা পর্যন্ত যে কোনো কিছুই সম্ভব।’

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ