ঢাকা মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১

দলবদল নিয়ে প্রকাশ্যে উইলিয়ান


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: আগস্ট ৬, ২০১৮, ০১:২১ পিএম আপডেট: আগস্ট ৬, ২০১৮, ০৭:৩১ এএম
দলবদল নিয়ে প্রকাশ্যে উইলিয়ান

নেইমার-জেসুস ও উইলিয়ানের মতো এক ঝাঁক তরুণদের নিয়ে রাশিয়া বিশ্বকাপে পা দেয় ব্রাজিল। বেলজিয়ামের সঙ্গে সেমির ধাক্কায় মূল আসর থেকে ছিটকে পড়ার আগ পর্যন্ত অসাধারণ ফুটবল শৈলৗ দেখায় দলটি। যার কারণে ব্রাজিল বিশ্বকাপ থেকে বাদ পড়লেও বেশ কয়েকজন তরুণ তারকাকে নিয়ে এখনো আলোচনা হচ্ছে বিশ্ব ফুটবল পাড়ায়। বিশেষ করে শেষ ষোল’র ম্যাচে মিডফিল্ডার উইলিয়ানের ত্যাগ-তিতিক্ষার কথা সবার মুখে মুখে।

যার কারণে বিশ্বকাপ অধ্যায় শেষ হতে না হতেই ব্রাজিল তারকাকে নিয়ে বিশ্বের নামি-দামি ক্লাব মালিকদের কাড়াকাড়ি শুরু হয়ে যায়। বার্সার প্রস্তাব, রিয়ালের ঘাটতি পূরণের অফার থেকে শুরু করে ছোট-বড় সব সুযোগ-সুবিধাই এখন তার হাতের নাগালে। তবে চুপিসারে এতদিনে এসব সামলে নিয়েছেন।কিন্তু শেষ পর্যন্ত  ঠিকই নিজের ক্যারিয়ার ও কোচ সর্ম্পকে মুখ খুললেন উইলিয়ান।

সম্প্রতি গোল.কমকে দেয়া এক সাক্ষাৎকারে উইলিয়ান বলেছেন, ‘যতদিন না চেলসি আমাকে বিক্রি করে ততদিন ক্লাবটিতে থাকতে চাই। এছাড়া আমি সবসময়ই বলেছি চেলসির হয়ে খেলতে ভালোবাসি। আমি কখনোই বলিনি ক্লাব ছাড়তে চাই। কিন্তু কোচ পরিবর্তনের বিষয়টি আমাকে সত্যিই হতাশ করেছে।’ এখানে কোচ সাররির নতুন দায়িত্ব প্রাপ্তির কথাই বুঝিয়েছেন উইলিয়ান। 

স্বাভাবিকভাবেই সম্পর্ক ভেঙ্গে যাওয়া কিংবা নতুন কেউ আগমনে মন চুপসে যায় যে কারোই। আর তা প্রভাব ফলে ক্যারিয়ারের ওপর। তবে বুদ্ধিমানেরা এসব সমস্যা মানিয়ে নেন অতি সহজে। যেমনটি মানিয়েছেন উইলিয়ান। ‘এখন ক্লাবে আমাদের নতুন সার্কেল তৈরি হয়েছে। নতুন কোচের সঙ্গে ভালোভাবে কথোপকথন হয়েছে আমার। আশা করি, এ বছর সে আমাদের জয় এনে দিতে কার্যকরী ভূমিকা রাখবে।’ যোগ করেন তিনি। 

সর্বোপরি তিনি বলেছেন, ‘আমি নিশ্চিন্তে বলতে পারি তার (সাররি) ট্যাকটিস এবং প্ল্যানিং আমাদের পছন্দ হবে। তাই আমাদের চেষ্টা অব্যাহত থাকবে ভালোভাবে নিজেদের প্রমাণ করা। ’

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ