ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রোনালদোর রিয়াল ছাড়ার কারণ প্রকাশ্যে 


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুলাই ৩১, ২০১৮, ০৫:০২ পিএম আপডেট: জুলাই ৩১, ২০১৮, ১১:৪০ এএম
রোনালদোর রিয়াল ছাড়ার কারণ প্রকাশ্যে 

বেতন-ভাতা বৃদ্ধি ইস্যুতে বনিবনা, কর ফাঁকির অভিযোগ, মামলা-মোকদ্দমা, হয়রানি। ভক্তরা মনে করছেন এসব ঝুট-ঝামেলা থেকে বাঁচতে রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে যোগ দেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু সার্বিয়ার সাবেক তারকা প্রেড্রাগ মিয়াতোভিচ এসবের কিছুকেই রোনালদোর রিয়াল ছাড়ার কারণ হিসেবে দাঁড় করাচ্ছেন না। তার মতে, রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে জুভেন্টাসে যোগ দিয়েছেন রোনালদো।

মিয়াতোভিচ খেলোয়াড়ী জীবনে তিনটি মূলবান বছর পার করেছেন রিয়ালের হয়ে। এসময় বার্নাব্যুর ক্লাবটিকে জিতিয়েছিলেন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। অর্থাৎ অনেকদিন হয়ে গেলেও রিয়ালের প্রতি ভালোবাসা মোটেও ছেদ পড়েনি না। বরং ক্লাব থেকে রোনালদোর মতো একজন তারকার চলে যাওয়ার বিষয়টি পুড়াচ্ছে তাকে।  এজন্য তার পর্তুগিজ তারকার চলে যাওয়ার বিষয়টির জন্য পেরেজকেই দুষছেন তিনি।

সম্প্রতি পর্তুগালের জনপ্রিয় পত্রিকা ‘আ বোলা’কে দেয়া সাক্ষাৎকারে স্পষ্ট করেই বলেছেন, ‘আমি মনে করি না, যা কিছু হয়েছে, তা মুহূর্তের উত্তেজনায় হয়েছে। আমচকা এই সিদ্ধান্ত নেয়া হয়নি। বরং দীর্ঘ প্রক্রিয়ারই ফসল এটা। অনেক আগে থেকেই রোনালদোর রিয়াল ছাড়ার প্রক্রিয়াটা শুরু হয়েছিল। সেই প্রক্রিয়ারই সমাপ্তি এটা।’

এরপরই বলেছেন আসল কথাটা, আমার বিশ্বাস, ‘ক্রিস্টিয়ানো ও সভাপতির দ্বন্দ্ব বা তিক্ততার সম্পর্কের কারণেই এটা ঘটেছে। আমি জানি না, তাদের দ্বন্দ্ব-তিক্ততার কারণটা ঠিক কি। কিন্তু ক্লাবের বাইরের একজন হিসেবে আমি বুঝতে পারছি, তাদের মধ্যে অবশ্যই বড় কোনো ঝামেলা ছিল। এতে কোনো সন্দেহ নেই। সেই ঝামেলাটা তাদের দু’জনের সম্পর্কটাকে খুবই কঠিন করে তুলেছিল।’

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ