ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

তারাও নতুন ক্লাবের সন্ধানে!


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুলাই ২২, ২০১৮, ০৩:১৪ পিএম আপডেট: জুলাই ২২, ২০১৮, ০৯:১৫ এএম
তারাও নতুন ক্লাবের সন্ধানে!

কাঁধে কাঁধ মিলিয়ে টানা নয়টি বছর তারা পাশাপাশি ছিলেন। ক্লাব রিয়ালেকে এনে দিয়েছিলেন বহু শিরোপা। রিয়ালকে অনেক স্বপ্নের রাত উপহার দিয়েছেন । বিবিসি ত্রয়ীর নেতা রোনালদো চলে গেছেন মায়ার বাঁধান ছিন্ন করে। রোনালদোর পথেই হাটতে যাচ্ছেন তার সহযোগী ফরাসী ফরোয়ার্ড করিম বেনজামা ও ওয়েলস তারকা গ্যারেথ বেল!

স্প্যানিশ ও ইতালিয়ান গণমাধ্যমের দাবি রিয়াল ছেড়ে এসি মিলানে যাচ্ছেন বেনজেমা। অন্যদিকে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিচ্ছেন গ্যারেথ বেল।

কিন্তু বেলের স্বদেশী ফুটবলার ক্রেইগ বেলামির মতে রিয়াল মাদ্রিদ ছাড়া অন্য কোথাও যাওয়ার সুযোগ নেই তার। কেননা বেলের যে বেতন ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধা, তা দেয়ার সামর্থ্য নেই বিশ্বের অন্য কোনো ক্লাবের। এছাড়া রোনালদো রিয়াল ছাড়ার ফলে নতুন কোচ হুয়ান লোপের্তেগুইয়ের পরিকল্পনায় বেল বিশেষ গুরুত্ব পাবেন বলে জানা যাচ্ছে।

ফলে সব মিলিয়ে বেলকে যদি কোন ক্লাব কিনতে যান তবে ১০০ মিলিয়ন ডলারের কমে কোনভাবেই পাওয়া সম্ভব নয়। আর এই এতো বিশাল অঙ্কের অর্থ খরচ করার সাহস কোন ক্লাব দেখাতে পারবে না বলে মনে করেন বেলামি।

তিনি বলেন, ‘সে (বেল) কোথায় যাবে? ম্যানচেস্টার ইউনাইটেড তার বেতন পরিশোধ করতে পারবে না। মূলত বিশ্বের কোন ক্লাবই পারবে না। যেই ক্লাব পারবে বেল এখন সেই ক্লাবেই খেলছে। সে এখন যে পারিশ্রমিকে খেলছে, অন্য কোথাও গেলে নিশ্চয়ই এর চেয়ে বেশি ছাড়া যাবে না।’

এসময় বেলামি আরো জানান যে ২৯ বছর বয়সী বেলের মূলত রিয়ালে থেকে যাওয়াই ভালো হবে। কেননা অন্য কোন ক্লাব বা দলের সাথে বিনিময় চুক্তিটা বেলের সাথে যাবে না বলে মনে করেন বেলের ওয়েলস সতীর্থ বেলামি।

গোনিউজ২৪/এএটি

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ