ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশের লক্ষ্যে মাঠে নামছে পাকিস্তান


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুলাই ২২, ২০১৮, ১২:১৩ পিএম
জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশের লক্ষ্যে মাঠে নামছে পাকিস্তান

দুর্দান্ত ফর্মে রয়েছে পাকিস্তান টিম। ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে শিরোপা জেতে পাকিস্তান। তাই বুঝাই যাচ্ছে দারুণ ছন্দে রয়েছে সরফরাজ বাহিনী।

জিম্বাবুয়েতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের পর ৫টি ওয়ানডে সিরিজের চারটিতেই ইতোমধ্যে জয় পেয়েছে পাকিস্তান।  জিম্বাবুয়েকে ‘হোয়াইটওয়াশ’ করার লক্ষ্যে এবার সিরিজের ৫ম ও শেষ ওয়ানডেতে মাঠে নামবে পাকিস্তান। 

অন্যদিকে, এ ম্যাচে জয় তুলে অন্তত শেষটা ভালো করতে চায় জিম্বাবুয়ে। বুলাওয়াওতে রোববার (২২ জুলাই) বাংলাদেশ সময় দুপুর সোয়া ১টায় শুরু হবে দু'দলের ম্যাচ।

তবে পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। শুধু এ সিরিজেই নয়, আগের ৫ ম্যাচের পরিসংখ্যান বলছে প্রতিটিতেই জয় আছে পাকিস্তানের। এই সিরিজে আগের ৪ ম্যাচে দাপটের সঙ্গে জয় তুলে ফুরফুরে মেজাজে আছে সরফরাজের দল। বুলাওয়াও-এর কন্ডিশনের সঙ্গে একরকম বন্ধুত্ব গড়ে উঠেছে পাকিস্তানের। আগের ম্যাচে ৩০৪ রান করে উদ্বোধনী জুটিতে বিশ্বরেকর্ড গড়া ফখর জামান ও ইমাম-উল হক আছেন দুর্দান্ত ফর্মে।

আর বোলিংয়ে শাদাব, ফাহিম আশরাফরাও নিয়মিতভাবে পারফরম্যান্স করে যাচ্ছেন। সব মিলিয়ে জিম্বাবুয়েকে এ ম্যাচে হারিয়ে হোয়াইটওয়াশের স্বাদ পেতে চাইবে পাকিস্তান। 

তবে এক্ষেত্রে পাকিস্তান টিমে আসতে পারে দুই পরিবর্তন। শোয়েব মালিকের পরিবর্তে দেখা যেতে পারে মোহাম্মদ হাফিজকে এবং জুনায়েদ খানের বদলে দেখা যেতে পারে মোহাম্মদ আমিরকে।

অন্যদিকে, জিম্বাবুয়ে টিমে পরিবর্তন আসার মতো সাইড ব্যাঞ্চে তেমন কাউকে দেখা যাচ্ছে না, যে ওখান থেকে কেউ এসে দলের হাল ধরবে

জিম্বাবুয়ের বর্তমান সময়টা মোটেও ভালো কাটছে না। সিরিজের ৪টি ম্যাচে হেরে এখন হতাশায় ডুবছে জিম্বাবুয়ে শিবির। তবুও শেষ ম্যাচে অন্তত জয় তুলে নিতে চায় তারা। এজন্য ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং ও ফিল্ডিংয়ে ভালো করতে হবে জিম্বাবুয়েকে।

জিম্বাবুয়ের সম্ভাব্য একাদশ: হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক) , টিনাশে কামুনাকাময়ী, তরিসাই মুসাকান্দা, রায়ান মুরাই (উইকেটরক্ষক), পিটার মুর, এলটন চিগুমবুরা, ডোনাল্ড ট্রিপানো, লিম রোচ, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারবাণী, টেন্ডাই চিসোরো।

পাকিস্তানের সম্ভব্য একাদশ: ফখর জামান, ইমাম-উলহক, বাবর আজম, শোয়েব মালিক / মোহাম্মদ হাফিজ,আসিফ আলী,সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেট রক্ষক), শাদাব খান, ফাহিম আশরাফ, ইয়াসির শাহ, জুনায়েদ খান / মোহাম্মদ আমির, উসমান খান।

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ